নিজস্ব প্রতিনিধি : আবারও অনূর্ধ্ব -১৯ বিশ্বকাপ ঘরে তুলল ভারতীয় ক্রিকেট দল । খেতাবি লড়াইয়ের ইংল্যান্ডের বিরুদ্ধে ৬ উইকেট জয় তুলে নিল যশ ধুলরা । এই নিয়ে মোট ৮ বার যুব বিশ্বকাপের ফাইনালে উঠে ৫ বার খেতাব ঘরে তুলল ভারত ।অনূর্ধ্ব -১৯ বিশ্বকাপের ফাইনালে এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড দল । তবে ভারতীয় বোলারদের সামনে প্রথম থেকেই দিশেহারা দেখায় তাদের । দলের স্কোর সবেমাত্র ৪ তখন প্রথম উইকেট হারায় ইংল্যান্ড । ৫০ রানের বিনিময়ে ৫ উইকেট হারিয়ে রীতিমতো কোনঠাসা হয়ে পরে । বিশ্বচ্যাম্পিয়ন
ইংল্যান্ডকে পর্যুদস্ত করে ঐতিহাসিক জয় , বিশ্বচ্যাম্পিয়ন ভারত
READ MORE : ঝাড়গ্ৰাম জেলা BJP-র সহ-সভাপতি পদ থেকে পদত্যাগ করেলেন গোপীবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ডাঙ্গি সরেন
এরম পরিস্থিতিতে এক দিকে আগলে রেখেছিলেন ইংল্যান্ডের ব্যাটসম্যান জেমস রো । জেমস সেলসকে নিয়ে দলকে ১৮৯ রানে পৌঁছে দেয়। চাপের মুখে এই দুই ব্যাটসম্যান যদি চোয়াল চাপা লড়াই না করত তাহলে ইংল্যান্ডের দলকে আরো লজ্জার সম্মুখীন হতে পারত । ইংল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে জেমস রো ( ৯৫) আর জেমস সেলস (৩৪) ছাড়া আর কারোর রান দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেনি । ভারতীয় বোলারদের মধ্যে আবার জ্বলে উঠলেন রবি কুমার এবং রাজ বাওয়া । দুজনে মিলে ৪ এবং ৫ মিলে উইকেট পায় ।এর থেকে বোঝা যায় ১৯০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় ভারতীয় দল ।
ইংল্যান্ডকে পর্যুদস্ত করে ঐতিহাসিক জয়, বিশ্বচ্যাম্পিয়ন
দ্বিতীয় বলের ফেরেন রঘুবংশী । নিশান্ত সিন্ধু ও শেখ রসিদের হাফসেঞ্চুরি এবং ব্যাট হাতে কামাল করেন রাজ বাওয়া । অধিনায়ক যশ ধুল এই ম্যাচে তেমন রান করে উঠতে পারেনি । ২ ওভার বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পোঁছে যায় ভারতীয় দল।চলতি বিশ্বকাপের প্রথম থেকেই বেশ ভালো ফর্মে ছিল ভারতীয় দল । টুর্নামেন্টের চলাকালীন ভারতীয় দলে করোনার থাবা বসালেও প্রায় প্রত্যেকটি ম্যাচে আসে অনায়াসে জয় । কোয়ার্টার ফাইনালে গতবারের ফাইনালিস্ট বাংলাদেশ , সেমিফাইনালে অস্ট্রেলিয়া , ফাইনালে ইংল্যান্ড দলকে হারিয়ে রেকর্ড ৫ বার খেতাব জিতল ভারতীয় দল।