Tuesday, April 30, 2024
- Advertisment -spot_img

ঝাড়গ্ৰাম জেলা BJP-র সহ-সভাপতি পদ থেকে পদত্যাগ করেলেন গোপীবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ডাঙ্গি সরেন

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: বিজেপির ঝাড়গ্রাম জেলা কমিটির পদাধিকারী দের নাম ২৬ শে জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে দলের রাজ্য কমিটির সহ সভাপতি সমিত কুমার দাস এর উপস্থিতি তে ঘোষণা করেন বিজেপির ঝাড়গ্রাম জেলা কমিটির সভাপতি তুফান মাহাতো। নতুন জেলা কমিটির সদস্যদের নাম ঘোষণার পর ওই দিন থেকেই ঝাড়গ্রাম জেলা জুড়ে বিজেপির অন্দর মহলে বিদ্রোহ দেখা দেয়। এমনকি বিজেপির ঝাড়গ্রাম কার্যালয়ে তালা লাগিয়ে বিক্ষোভ দেখায় বিজেপির কিছু কর্মী।ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই বিজেপি দলের ঝাড়গ্রাম জেলা কমিটির নতুন দায়িত্ব পাওয়া সহ সভাপতি রবিবার দলের জেলা সভাপতি তুফান মাহাতো কে লিখিত ভাবে দলের ঝাড়গ্রাম জেলা কমিটির সহ সভাপতি পদ থেকে পদত্যাগ করার কথা জানিয়েছেন ডাঙ্গি সরেন। তিনি তার শারীরিক অসুস্থতার কথা জানিয়ে ওই পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন। তিনি বর্তমানে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এক পঞ্চায়ের সমিতির সভাপতি হিসেবে কাজ করছেন। তাই ডাঙ্গি সরেন দলের জেলা কমিটির সহ সভাপতি পদ থেকে পদত্যাগ করায় বিজেপি দলের মধ্যে ফের বিতর্ক দেখা দিয়েছে। কি কারণে ডাঙ্গি সরেন দলের সহ সভাপতি পদ থেকে পদত্যাগ করলেন তা নিয়ে গোপীবল্লভপুর এলাকায় বিজেপি কর্মীরা কিছুই বুঝে উঠতে পারেনি বলে তারা জানান। তবে দলের জেলা সভাপতি ওই বিষয় নিয়ে রবিবার কোন মন্তব্য করতে চায় নি। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য দেখা দিয়েছে।

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments