Friday, April 26, 2024
- Advertisment -spot_img

রাজ্য সরকার খেলাধুলার উন্নয়নে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে বলে নয়াগ্রামে বলেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তেওয়ারী

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নামে টিম অভিষেক এর উদ্যোগে তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমন সাহুর উদ্যোগে সর্বভারতীয় সাধারণ সম্পাদক কাপ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামে। রবিবার ক্রিকেট খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রী ক্রিকেটার মনোজ তেওয়ারী, নয়াগ্রামের বিধায়ক দুলাল মূরমু, গোপবল্লভপুর বিধানসভার বিধায়ক ডক্টর খগেন্দ্র নাথ মাহাতো, তৃণমূলের মুখপাএ সুদিপ রাহা, ঝাড়গ্রাম জেলাপরিষদ এর সভাধিপতি মাধবী বিশ্বাস, রাজ্যের প্রাক্তন মন্ত্রী চূড়ামনি মাহাতো, তৃণমূল যুব কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা সভাপতি সুরজিৎ হাঁসদা, মনিকান্ত পৈড়া সহ আরো অন্যান্য নেতৃত্ব।

READ MORE: সরকারি নির্দেশ অমান্য করায় শোকজের মুখে পশ্চিম মেদিনীপুর জেলার বহু শিক্ষক

ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের প্রতিমন্ত্রী ক্রিকেটার মনোজ তিওয়ারি ক্রিকেট প্রতিযোগিতায় জয়ী ও বিজয়ী দলের অধিনায়কও খেলোয়াড় দের হাতে পুরস্কার তুলে দেওয়ার পর বলেন রাজ্য সরকার খেলাধুলার উন্নয়নের বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছে। জঙ্গলমহল এলাকায় ফুটবল ও ক্রিকেট প্রতিযোগিতায় বেশকিছু প্রতিভাবান খেলোয়াড় ইতিমধ্যে উঠে এসেছে। আগামী দিনে জঙ্গলমহল থেকে আরো ভালো খেলোয়াড় শুধু রাজ্য নয় দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে। তাই টিম অভিষেকের উদ্যোগে আয়োজিত সর্বভারতীয় সাধারণ সম্পাদক ক্রিকেট কাপ এর আয়োজন করায় তিনি আয়োজকদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। ১৭ ই ডিসেম্বর শুক্রবার১৬ টি দল নিয়ে ওই প্রতিযোগিতা শুরু হয়েছিল। রবিবার সেই প্রতিযোগিতা ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়।

রাজ্য সরকার খেলাধুলার উন্নয়নে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে বলে নয়াগ্রামে বলেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তেওয়ারী

হাতির হানায় মৃত পরিবারকে চেক প্রদান

পুরুলিয়া:- হাতির হানায় মৃতের পরিবারকে সরকারি আর্থিক সাহায্য প্রদান করলেন বিধায়ক। ঘটনাটি ঘটেছিলো এবছরের ২৭শে জুন, ভোরবেলায় অযোধ্যা পাহাড় ঘেঁষা বানসারী জঙ্গলে হাতির হানায় প্রাণ হারিয়েছিলেন বয়শ আঠাশের শঙ্কু সরেন নামের এক ব্যক্তি। মৃত শঙ্কুর বাড়ি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের ডুঙরিডি গ্রামে। মৃত্যুর কয়েক মাস পর সরকারি আর্থিক আড়াই লক্ষ টাকার চেক পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছিলো, এবং বাকি আড়াই লক্ষ টাকা পরে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন প্রশাসন।

আজ রবিবার অযোধ্যা পাহাড়ের ডুঙরিডি গ্রামে হাতির হানায় মৃত পরিবারের হাতে বাকি আড়াই লক্ষ টাকার চেক তুলে দিলেন বাগমুন্ডি বিধানসভার বিধায়ক সুশান্ত মাহাতো। এছাড়াও চেক দিতে উপস্থিত ছিলেন বাগমুন্ডি বনদফতরের রেঞ্জার মনোজ কুমার মল্ল, অযোধ্যা বনদফতরের রেঞ্জার অপূর্ব মাহান্তি, বাগমুন্ডি পঞ্চায়েত সমিতির সদস্য পতিত পবন সিং মুড়া, অযোধ্যা পাহাড়ের বিশিষ্ট সমাজসেবী তথা বিশিষ্ট শিক্ষক শিবুরাম কিস্কু সহ বিশিষ্টগণ।

বনদফতর সূত্রে জানা গিয়েছে, বিগত ২৭ শে জুন হাতির হানায় মৃত্যু হয়েছিল শঙ্কু সরেন। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী বন্য প্রাণীর হানায় মৃত পরিবারকে পাঁচ লক্ষ টাকা এবং তাঁর পরিবারের সদস্যকে একটি পরিবার চালানোর জন্য কাজের সুযোগ দেওয়া। সেই মতো মৃত শঙ্কুর পরিবারকে প্রথমে আড়াই লক্ষ চেক দেওয়া হয়, আর আজকে আবার আড়াই লক্ষ চেক দেওয়া হলো মোট পাঁচ লক্ষ টাকা তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হলো। আগামীদিন পরিবারের একজন সদস্যকে শীঘ্রই কাজের সুযোগ দেওয়া হবে।

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments