Saturday, April 27, 2024
- Advertisment -spot_img

নয়াগ্ৰামে ফের আবগারি দফতরএর হানা, উদ্ধার বিপুল পরিমাণে চোলাই মদ ও মদ তৈরির উপকরণ

নিজস্ব সংবাদদাতা , ঝাড়গ্রাম : গ্রামে গঞ্জে চোলাই মদের রমরমা ব্যবসা নিয়ে একাধিকবার সরব হয়েছেন গ্ৰামবাসীরা।খবরের জেরে ফের হানা দিয়ে অবৈধ চোলাই মদ বাজেয়াপ্ত করল আবগারি দফতর এর কর্মীরা। নয়াগ্রাম থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৫০০ লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করেছেন। ঝাড়গ্ৰাম জেলা আবগারি সুপার অনির্বাণ সান্যালে এর নেতৃত্বে আবগারি দফতর ও জেলা পুলিশ। শুক্রবার অভিযান চালানো হয় নয়াগ্রাম ব্লকের ভালুকবাসা , রাঙ্গামাটি সহ নয়াগ্রামের বিস্তীর্ণ এলাকায়। নয়াগ্ৰামে

নয়াগ্ৰামে ফের আবগারি দফতরএর হানা, উদ্ধার বিপুল পরিমাণে চোলাই মদ ও মদ তৈরির উপকরণ

এদিন নয়াগ্রাম থানার বিভিন্ন এলাকায় বেআইনি মদ তৈরির ঠেকে হানা দিয়ে ২৫০০ লিটার চোলাই মদ ও ৭১ হাজার লিটার চোলাই মদ তৈরির উপকরণ বাজেয়াপ্ত করে নষ্ট করে দেওয়া হয়েছে।কোথাও চোলাই মদ ভর্তি জ্যারিকেন, কোথাও বা হাঁড়ি বোঝাই গুড় মেলে।সব কিছু ফেলে দিয়ে নষ্ট করে দেয় আবগারি দপ্তর ও জেলা পুলিশ। আবগারি দফতর সূত্রে জানা গেছে, অভিযান চালিয়ে বিপুল পরিমাণে চোলাই মদ উদ্ধার করা হয়েছে । চোলাই মদ এর বিরুদ্ধে আফগারি দপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয় ।

নয়াগ্ৰামে ফের আবগারি দফতরএর হানা

READ MORE : ঝাড়গ্রামে চরম বিশৃঙ্খলার মধ্যেই নির্বাচন বিধিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নমিনেশন জমা করলো তৃনমূল

READ MORE : নিভল সন্ধ্যা প্রদীপ , গীতশ্রীর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতের

তবে পুলিশকে সঙ্গে নিয়ে আবগারি দফতরের কর্মীরা ওই এলাকায় অভিযান চালাতে গেলে চোলাই মদ ব্যবসায়ীরা পালিয়ে যায় ।যার ফলে কাউকে পুলিশ আটক করতে পারেনি। বেশ কয়েক জনের নামে আবগারি দপ্তর মামলা দায়ের করেছে।সঙ্গে পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে।কে বা কারা এই চোলাই মদ কারবারে যুক্ত। সেই সঙ্গে শুক্রবার চোলাই মদের ঠেক ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে আবগারি দফতরের পক্ষ থেকে জানানো হয়।

সাঁকরাইলে ৭০ টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান

 

ঝাড়গ্রাম: রবিবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের চিড়াকুঠিতে ছিল তৃনমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী সম্মেলন। ওই কর্মী সম্মেলনে বিজেপি দল ছেড়ে তৃণমূলে যোগ দিলেন  ৭০ টি পরিবারের সদস্যরা। এদিন চিড়াকুঠিতে চিড়াকুটি বুথ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজনৈতিক কর্মী সম্মেলন হয়। ওই কর্মী সম্মেলনে বুথ স্তরের তৃণমূল কর্মীরা অংশগ্রহণ করেন। কর্মী সম্মেলনের পাশাপাশি যোগদান সভা হয়। ওই যোগদান সভায় বিজেপি ছেড়ে তৃনমূল কংগ্রেসে যোগ দেওয়া সকলের হাতে দলীয় পতাকা তুলে দেন সভায় উপস্থিত তৃনমূল কংগ্রেসের নেতৃত্ব গণ। CONTINUE READING

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments