Tuesday, April 30, 2024
- Advertisment -spot_img

ঝাড়গ্রামে চরম বিশৃঙ্খলার মধ্যেই নির্বাচন বিধিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নমিনেশন জমা করলো তৃনমূল

স্টাফ রিপোর্টার, ঝাড়গ্রাম : চরম বিশৃঙ্খলার মধ্যেই নির্বাচন বিধি কে বুড়ো আঙ্গুল দেখিয়ে আজ নমিনেশন জমা করলো তৃনমূল কংগ্রেস। অশোন্তোষের কারনে ঝাড়গ্রাম শহর (Jhargram City) থেকে দলীয় কর্মীদের না পেয়ে বাইরে থেকে লোক এনে মিছিল করে। উড়িষ্যা থেকে আনা হয় ডিজে। তাসা, ব্যান্ডপার্টি। ঝাড়গ্রাম (Jhargram) শহরের পুরো ভোটে শহরের লোক সামিল না হয়ে বাইরে থেকে লোক এনে মিছিল করায় বিরক্ত দলের এক বড় অংশ। বিরক্ত ঝাড়গ্রাম (Jhargram) বাসীও।

ঝাড়গ্রামে চরম বিশৃঙ্খলার মধ্যেই নির্বাচন বিধিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নমিনেশন জমা করলো তৃনমূল

READ MORE : ঝাড়গ্ৰাম জেলা BJP-র সহ-সভাপতি পদ থেকে পদত্যাগ করেলেন গোপীবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ডাঙ্গি সরেন

বক্তব্য মাওবাদী সমস্যার সময় ও শহরে এভাবে বাইরের লোক এনে মিছিল হয়নি, যে ভাবে আজ শাসক দল শহরে বিশৃঙ্খলা করার চেষ্টা করলো। প্রশাসনের কাছে জানতে চাইলে তারা জানান নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী মিছিল এর অনুমতি নেই। তৃনমূলের (Trinomul) শহর সভাপতি প্রশান্ত রায়, নিজেও এই বিশৃঙ্খল মিছিল নিয়ে বিরক্ত। তার বক্তব্য বাইরে থেকে লোক না অানলেই ভালো হত। অার ডিজে (Dj) বাজিয়ে কমিশনের নিয়ম ভেঙে কেনো মিছিল হোলো তা জেলা সভাপতি বলতে পারবেন বলে জানান তিনি।

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments