Monday, April 29, 2024
- Advertisment -spot_img

পাঁচকাহানিয়া হাইস্কুলে আয়োজিত দুয়ারে সরকার ক্যাম্পে গোপীবল্লভপুর হাসপাতালের উদ্যোগে চলছে স্বাস্থ্য সচেতনতা শিবির

মমতা স্টাফ রিপোর্টার, ঝাড়গ্রাম: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ১ নং ব্লকের পাঁচকাহানিয়া হাই স্কুলে আয়োজিত হল “দুয়ারে সরকার” কর্মসূচি। এদিন রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুযোগ-সুবিধা নিতে ভিড় জমিয়েছিলেন এলাকার বাসিন্দারা।

নিজস্ব চিত্র

শদুয়ারে সরকার ক্যাম্পে সাধারন মানুষ কে বিভিন্ন সরকারি পরিষেবা প্রদানের পাশাপাশি গোপীবল্লভপুর হাসপাতালের উদ্যোগে আয়োজিত হল স্বাস্থ্য পরিষেবা প্রদানের কাজ। স্বাস্থ্য দপ্তরের এই ক্যাম্পে সাধারণ মানুষের ব্লাড প্রেসার, ব্লাড সুগার,হিমোগ্লোবিন টেস্ট, টি.বি রোগীর সনাক্তকরণ,

নিজস্ব চিত্র

কোভিড টিকাকরণ, কিশোর – কিশোরীদের বয়ঃসন্ধিজনিত ও স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেওয়া হয়। স্বাস্থ্য দপ্তরের এই ক্যাম্পে উপস্থিত রয়েছেন ডাঃ আকাশ রঞ্জন মাহাত, অন্বেষা ক্লিনিকের কাউন্সিলর সুপর্ণা গোরাই, স্বাস্থ্য কর্মী ছবিতা তরাই, বিল্বদল চক্রবর্তী, আশা কর্মী বন্দনা মাইতি নন্দী, কল্পনা সাউ সহ অন্যান্য স্বাস্থ্য কর্মীরা।

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments