Saturday, May 18, 2024
- Advertisment -spot_img

রেকর্ড! ঝাড়গ্রামে ৩ দিনে ৩ মৃত্যু, আতঙ্ক

 

হাট থেকে বাড়ি ফেরার পথে ঝাড়গ্রামের বেনীপুর জঙ্গল এলাকায় হাতির হামলায় এক জনের মৃত্যু্

হাট থেকে জঙ্গল পথে বাড়ি ফেরার সময় আবারও হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। মঙ্গলবার বিকেলে এই ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার ঝাড়্গ্রাম ব্লকের নেদাবহড়া গ্রাম পঞ্চায়েতের বেনীপুরের জঙ্গলে। বনদফতর সুত্রে জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম মুচিরাম খিলাড়ী (৪৫)। তার বাড়ি পাথরচাকড়ি গ্রামে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে এদিন মুচিরাম বাবু ফেঁকো হাটে গিয়েছিলেন। বিকেল নাগাদ বাড়ি ফেরার সময় বেনীপুরের জঙ্গলে হাতির সামনে পড়ে যান তিনি। এরপর হাতি তাঁকে শুঁড়ে ধরে আছাড় মারলে গুরুতর ভাবে আহত হন। পরে পথ চলতি মানুষজনেরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঝাড়্গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করান। হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় মুচিরাম খিলাড়ীর। বনদফতর সুত্রে জানা গিয়েছে ওই এলাকায় পাঁচটি দলছুট হাতি রয়েছে। ওই ঘটনাকে কেন্দ্র করে তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। বনদপ্তর এর পক্ষ থেকে মৃতের পরিবার কে সরকারি ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তবে যেভাবে হাতির হামলায় প্রতিদিন মানুষের মৃত্যুর ঘটনা ঘটছে তাতে ওই এলাকার বাসিন্দারা আতঙ্কের মধ্যে রয়েছেন। গত রবিবার ঝাড়গ্রাম ব্লকের বরিয়া এলাকায় ৭০ বছরের এক বৃদ্ধকে হাতি শুঁড় দিয়ে আছড়ে মেরে দেয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে সোমবার বনদপ্তর এর লোধাসুলি রেঞ্জের ফরেস্ট গার্ড বুদ্ধদেব শবর কে আমলাচটি ভেষজ উদ্যানের সামনে আছাড় দিয়ে মারে ।তাকেঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি করা হলে সোমবার রাত্রি দশটা নাগাদ তার মৃত্যু হয়। যখন বুদ্ধদেবের ময়না তদন্তের কাজ চলছে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে ,ঠিক সেই সময় মুচিরাম খিলাড়ী নামে আরও একজন হাতির হামলায় মারা যায়।এনিয়ে তিনদিনে তিনজনের মৃত্যু হয়েছে হাতির আক্রমনে বলে বন দফতর সূত্রে জানা যায়।

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments