Tuesday, May 21, 2024
- Advertisment -spot_img

বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবিতে WBSEDCL এর গোপীবল্লভপুর কাস্টমার কেয়ার সেন্টারে দাবি জানাল বিদ্যুৎ গ্রাহক সমিতি

ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম গোপীবল্লভপুরের পিছিয়ে পড়া গ্রামীণ এলাকার লোডশেডিং আর বিদ্যুতের লো-ভোল্টেজের সমস্যা দীর্ঘ দিনের। বিগত বেশ কিছুদিন ধরে এমন পরিস্থিতি বহাল থাকায় পরিষেবা সচল করার দাবিতে WBSEDCl এর গোপীবল্লভপুর কাস্টমার কেয়ার সেন্টারে ডেপুটেশন জমা দিলেন সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির গোপীবল্লভপুর শাখা। মঙ্গলবার ওই সংগঠনের স্থানীয় নেতৃত্ব মারফত গ্রামীণ এলাকার গ্রাহকদের সঙ্গে নিয়ে দফতরের আধিকারিদের কাছে দ্রুত বিদ্যুৎ সমস্যা সমাধানের দাবি জানানো হয়। এবং পাশাপাশি ক্ষোভ উগরে দেন নিয়মিত লো ভোল্টেজ এবং লোডসেডিং  এর সমস্যার জন্য। বিদ্যুৎ গ্রাহক সমিতির পক্ষ সেইদিন বেশ কয়েকটি দাবি জানানো হয় যেমন করোনা পরিস্থিতিতে সাধারণ গ্রাহকদের কাছে থেকে মাসে ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দিতে হবে এবং প্রতি ইউনিট বিদ্যুৎ ২ টাকা মূল্য ধার্য করতে হবে। ওইদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির গোপীবল্লভপুর শাখার পক্ষ থেকে সুদীপ্ত জানা, স্বরুপ প্রামাণিক সহ স্থানীয় গোপীবল্লভপুরের আলমপুর, পিড়াশিমূল, টোপগেড়িয়া কমলাশোল এলাকার বিদ্যুৎ গ্রাহকরা।

 

উল্লেখ্য,গোপীবল্লভপুর এলাকার বিদ্যুৎ পরিষেবা প্রায় মাসখানেক ধরে খুবই ব্যহত হচ্ছে। অভিযোগ দিনের মাত্র কয়েকঘন্টা বিদ্যুৎ স্বাভাবিক থাকলে বেশিরভাগ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে এলাকা। সামান্য বৃষ্টিতেই ঘন্টায় পর ঘন্টা পরিষেবা অচল করে রাখা হয় বলে অভিযোগ। ফলস্বরূপ ছাত্রছাত্রীরা পড়াশোনা থেকে শুরু করে হাঁসফাঁস করা গরমে নাকাল হতে হয় এলাকাবাসীকে।তাই এদিন বিদ্যুৎ গ্রাহক সমিতির পক্ষ বিদ্যুৎ পরিষেবা সচল করার দাবি জানানো হয়। সঙ্গে সংগঠনের পক্ষ থেকে সুদীপ্ত জানা বলেন, প্রাকৃতিক দুর্যোগে জন্য পরিষেবা ব্যহত হচ্ছে বলে দফতরের পক্ষ থেকে জানানো হচ্ছে। তবে দ্রুত সেই সমস্যা সমাধানের আশ্বাস ও দিয়েছেন তিনি সেইদিন।

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments