Friday, May 17, 2024
- Advertisment -spot_img

রক্তের তীব্র অভাব মেটাতে রক্তদান শিবিরের আয়োজন ঝাড়গ্রামের সাঁকরাইলে

স্টাফ রিপোর্টার, ঝাড়গ্রাম: কভিডের সাথে আজ এক প্রকার গোটা বিশ্ব লড়াই করে চলেছে এবং একদিকে যেমন মারণ ভাইরাস কেড়ে নিয়েছে সাধারণ মানুষের রাতের ঘুম তেমনি এই নাজেহাল করা গরমেও যথেষ্টই অসুবিধায় পড়েছে সাধারণ মানুষ। তবে বিগত কয়েকদিনে দৈনিক সংক্রমণের  হার আজ কিছুটা কমেছে। কমেছে মৃত্যুর দৈনিক হারো গত 24 ঘন্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৩৬ জন। কভিডের এর এই দ্বিতীয় ঢেউতে এবার যথেষ্টই প্রভাব পড়েছে গ্রামবাংলায় এবং ক্রমশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। কভিডের ভয়ে এক প্রকার স্তব্ধ হয়ে গেছে জনজীবন সেখানেই ভয়ের অন্যতম  কারণ ব্লাড ব্যাংক। কভিডের আতঙ্কে সাধারণ মানুষ রক্ত দান থেকে বিরত থাকার ফলে সর্বত্র ব্লাড ব্যাংক গুলিতে শুরু হয়েছে রক্তের চরম আকাল। তাই এই কভিড পরিস্থিতিতে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তের অভাব মেটাতে এগিয়ে আসেন সাঁকরাইলের জনপ্রিয় যুব গোষ্ঠী সবুজ সেনা এবং তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। সোমবার তাঁদের যৌথ উদ্যোগে আয়োজন করা এই রক্তদান শিবিরের। শিবিরটাতে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাত, জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আর্য ঘোষ, ব্লক সভাপতি কমলাকান্ত রাউৎ সহ আরো অনেকেই। শিবিরে প্রায় ২৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন যা হয়তো কিছুটা হলেও এই পরিস্থিতিতে রক্তের চাহিদা পূরণ করবে। তৃণমূল ছাত্র পরিষদের এমন উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ সকলেই। করোনার মতো বিপর্যয় বিগত একশো বছরে দেখেননি তারা। তাই ক্রমশ বাড়ছে উদ্বেগ ও  আতঙ্কের মাত্রা। তাছাড়াও এই সময় চিকিৎসার পাশাপাশি প্রয়োজন সহ নাগরিকদের থেকে একটু মানবিকতা। সবুজ সেনার ও তৃণমূল ছাত্র পরিষদের সদস্য কর্তৃক সাধারণ মানুষের জন্য এহেন ভাবনা প্রদর্শনকে গ্রামবাসীরা সাধুবাদ জানাচ্ছেন।

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments