Saturday, May 11, 2024
- Advertisment -spot_img

গোপীবল্লভপুরে অনলাইন মাধ্যমে করোনার ভ্যাকসিন নেওয়ার নাম নথিভুক্ত করার কাজ শুরু করলেন টিম অভিষেক

স্টাফ রিপোর্টার, ঝাড়গ্রাম: ১৪ই মে, সোমবার সুমন সাহুর নেতৃত্বে শুরু হয়েছিল টিম অভিষেক।আজ সেই টিম অভিষেকের সদস্যরা গোপীবল্লভপুর এলাকার পিছিয়ে পড়া মানুষজন মূলত লোধা শবর আদিবাসী সম্প্রদায় মানুষজনের বাড়ি বাড়ি গিয়ে ‘COVID-19’ ভ্যাকসিন নেওয়ার জন্য  অনলাইনে নাম নথিভুক্ত করার কর্মসূচী শুরু করেছেন।প্রতিটি এলাকার মতো সোমবারও নয়াগ্রাম বিধানসভার অন্তর্গত ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নং ব্লকের ছোটো ঝাউরি গ্রামের প্রতিটি শবর সম্প্রদায়ের মানুষের নাম নথিভুক্ত করা হয়েছে। তৃণমূলে কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক এবং টিম অভিষেকের অন্যতম সদস্য সুমন সাহু জানান,“আগামীদিনে ভ্যাকসিন নেওয়ার দিন পর্যন্ত উনাদের পাশে থেকে ভ্যাকসিন নেওয়ার সুব্যবস্থা করতে আমরা বদ্ধপরিকর”। এর পাশাপাশি এই কর্মসূচীতে  অংশগ্রহণ করেন, সেই ব্লকের তৃনমূল যুব কংগ্রেসের সহ সভাপতি স্বপন দাস সহ টিম অভিষেকের অন্যান্য সদস্যগণ। তাদের এই উদ্যোগে খুশি হয়েছেন সেই এলাকার ওই দরিদ্র পরিবারগুলির বাসিন্দারা।

________

May 14, 2021 under the leadership of Sumon Sahu Team Abhishek started. Today, the members of that team Abhishek started a program to go online to the houses of the backward people of Gopiballavpur area, mainly Lodha Shabar tribal people, to register for the ‘COVID-19’ vaccine online. The names of the people of each Shabor community of Chhoto Jhauri village in Block 1 have been registered.

Sumon Sahu, general secretary of the Jhargram district committee of the Trinamool Congress and one of the members of Team Abhishek, said, “We are determined to make arrangements for vaccination from their side till the day of vaccination tomorrow.” Also participating in the program were Swapan Das, co-president of the Trinamool Youth Congress in that block, and other members of Team Abhishek. The residents of those poor families in the area are happy with their initiative.

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments