Friday, September 20, 2024
- Advertisment -spot_img

মশাবাহিত রোগ সম্পর্কে মানুষকে সচেতন করতে গোপীবল্লভপুর গ্রামীণ হাসপাতালের উদ্যোগে স্বাস্থ্য শিবির

জঙ্গলমহল বার্তা, ঝাড়গ্রাম: এক দিকে নিম্নচাপের মরসুমে ও অন্য দিকে করোনা আবহে মানুষজনকে মশা বাহিত রোগ মূলত ম্যালেরিয়া, ডেঙ্গু সম্পর্কে সচেতন করতে বুধবার গোপীবল্লভপুর গ্রামীণ হাসপাতালের উদ্যোগে প্রত্যন্ত ভালিয়াডিহা, রাইবনি ও আঁধার কুলি গ্রামে মেডিক্যাল ক্যাম্প এর আয়োজন করা হয়।এই ক্যাম্পে করোনা, ম্যালেরিয়া, ডেঙ্গুর মত রোগ গুলি থেকে নিজেদের এবং পরিবারকে নিরাপদে সুরক্ষিত রাখবে সে সম্পর্কে সচেতন করা হয়। বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ও ওষধ প্রদান করা হয়।

মশাবাহিত রোগ সম্পর্কে মানুষকে সচেতন করতে গোপীবল্লভপুর গ্রামীণ হাসপাতালের উদ্যোগে স্বাস্থ্য শিবির

আরও খবর: আরও ভয়ঙ্কর তৃতীয় ঢেউ, আছড়ে পড়বে ভারতে

ওই স্বাস্থ্যসুবিধা উপস্থিত ছিলেন ডাক্তার সঞ্জীব মাঝি ও ডাঃ আকাশ মাহাতো, ফার্মাসিস্ট ভিক্টর লোহার,স্বাস্থ্যকর্মী দেবযানি দে ও আশা কর্মী তপতী সেনাপতি সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য কর্মী ও আধিকারিকরা ।প্রাকৃতিক বিপর্যয় কে উপেক্ষা করে ওই তিনটি গ্রামের গ্রামবাসীরা স্বাস্থ্য শিবির এসে নিজেদের পরীক্ষা করায়। স্বাস্থ্য দফতরের কর্মীরা ওই গ্রাম গুলির বাসিন্দাদের ম্যালেরিয়া,ডেঙ্গু ও করোনা নিয়ে সচেতন করেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। সেই সঙ্গে যেকোনো প্রয়োজনে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে চিকিৎসা করানোর জন্য গ্রামবাসীদের স্বাস্থ্য কর্মীরা জানান। আগামী দিনে গ্রামে গ্রামে গিয়ে গোপীবল্লভপুর গ্রামীণ হাসপাতাল এর উদ্যোগে এই ধরনের স্বাস্থ্য শিবির এর আয়োজন করা হবে বলে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা জানান।স্বাস্থ্য দপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানান ওই তিনটি গ্রামের গ্রামবাসীরা।

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments