Friday, May 3, 2024
- Advertisment -spot_img

নারীশক্তিকে আরও শক্তিশালী করতে রাজ্য সরকারের বিশেষ উদ্যোগ

জঙ্গলমহল বার্তা, ঝাড়গ্রাম: দূর্গাপুজার প্রাক্কালে নরীশক্তিকে আরো শক্তিশালী করতে রাজ্য সরকারের বিশেষ উদ্যোগ। মেগা ক্রেডিট কার্ড ক্যাম্প। ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকে ডাক্তার বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাতর নেতৃত্বে, বিডিও রথীন্দ্র নাথ বিশ্বাস উদ্যোগে আজ এই মেগা ক্যাম্প এর আয়োজন করা হয়

ছবি: প্রতিবেদক

জেলা তো বটেই তারই সঙ্গে একসাথে এত জনকে লোন দেওয়া আগে সম্ভবত কোথাও হয়নি। যা এবার করে দেখানো হল ঝাড়গ্রাম জেলায়। এক কথায় বলাই যায় নারী শক্তিকে স্বনির্ভর করার লক্ষ্যে বর্তমান সরকার একাধিক প্রকল্প যেমন রুপায়ন করেছে তারই সঙ্গে তাদের সফল করতেও সক্ষম হয়েছেন তাঁরা। পড়াশুনা থেকে শুরু করে অর্থ উপার্জন সব ক্ষেত্রেই নারী দের কে সামনের সারিতে তুলে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার

নারীশক্তিকে আরও শক্তিশালী করতে রাজ্য সরকারের বিশেষ উদ্যোগ

আরও খবর:Nusrat Jahan: ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিলেন নুসরত জাহান, মা হলেন অভিনেত্রী 

তাই নারিশক্তিও শুধু ঘরের কাজ করার জন্য নয়।  স্বসহায়ক দল করে এখন বহু টাকা উপার্জন করে পরিবার কে আরো সমৃদ্ধ করে তুলছেন তারা। তিনি ও একজন নারী তাই, এ দেশে মহিলাদের যাতে সব ক্ষেত্রেই আর পিছনের সারিতে সজ্জিত না থাকতে হয় তিনি বহুবার চেষ্টা করেছেন। কন্যাশ্রী থেকে শুরু করে লক্ষ্মী ভান্ডার প্রকল্প আজ গোটা দেশের গর্ব। এবং কন্যাশ্রী আজ বিশ্ব দরবারে নিজের শ্রেষ্ঠত্ব তুলে ধরেছে। প্রতিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে নারীদের সুযোগ সুবিধায় কোন খামতি রাখে না তা সাধারণ মানুষ সকলেই বলে থাকেন। তবে বিরোধীদের মতে মহিলা ভোট ব্যাংক কে কেবল হাতে রাখার জন্যই নাকি তিনি এই কৌশল অবলম্বন করেন

রাজ্য সরকারের বিশেষ উদ্যোগ

তবে আজ মেগা ক্রেডিট ক্যাম্পে ১৩৫ টি দলের মহিলাদের হাতে  লোন স্যাংসান এর চিঠি তুলে দেওয়া হয়। তার মারফত ২৫ হাজার টাকা থেক ৫ লক্ষ টাক পর্যন্ত লোন পাবেন মহিলারা। যা হয়ত বেশ কিছু পরিবারের নিজেদের নতুন ব্যাবসা হোক কিংবা পড়ে থাকা দেনা পাওনা মিটিয়ে নতুন করে নিজেদের জীবনের পথ চলা শুরু করতে পারবেন। করোনা আবহের পর নতুন করে মহিলাদের স্বনির্ভর হওয়ার এই সুযোগ করে দেওয়ায় খুশি সকলে। এবং যেসকল মহিলারা আজ এই সুযোগ পেলেন তারা সকলেই ধন্যবাদ জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ।

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments