Monday, December 2, 2024
- Advertisment -spot_img

ভারতীয় কন্যার বিশ্বজয় , মিস ইউনিভার্স খেতাব জিতলেন হরনাজ কৌর সান্ধু

পুস্পেন্দু মজুমদার, প্রতিবেদন ডেস্ক: ২১ বছরের অবসান। এবার খেতাব উঠল ভারতীয় কন্যার মাথায়। সুস্মিতা সেন , লারা দত্তের পর তৃতীয় ভারতীয় হিসেবে মিস ইউনিভার্স খেতাব জিতলেন হরনাজ কৌর সান্ধু। ইজরায়েল ইলায় ২১ বছর বয়সী চন্ডী গড়ের তরুনীর মাথায় মিস ইউনিভার্স মুকুট পরিয়ে দিল ২০২০ এর মিস খেতাব বিজয়ী আন্ড্রিয়া মেজা । ভারতীয় কন্যার বিশ্বজয়

এবছর ইজরায়েলের ইলায় বসেছে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা। মিস ইউনিভার্সের ৭০ বছরের ইতিহাসে এখনো পর্যন্ত মাত্র দুজন ভারতীয় সুন্দরী খেতাব জয় করেন । ১৯৯৪ সালে মিস ইউনিভার্স হয়েছিল ‘ সুস্মিতা সেন এবং ২০০০ সালে লারা দত্ত ঐতিহাসিক সাফল্যের পুনরাবৃত্তি ঘটিয়েছিলেন ‌। গত ২০ বছরের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের ঝুলি ফাঁকাই থেকে গিয়েছে। এবার সেই ঝুলি পূর্ণ করলেন হরনাজ কৌর সান্ধু ।

Read More- শ্রীনগরে পুলিশের গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালালো জঙ্গিরা

North 24 Parganas: মহামারী সতর্কতায় লোকসংস্কৃতি মেলা! নাজির মসলন্দপুর মিলন ক্লাবের

‘বড্ড বকে’ ইসলামপুর জেলার দাবি জানাতে গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে জোর ধমক খেলেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী

শিলিগুড়িতে কিক বক্সিং প্রতিযোগিতায় ঝাড়গ্রামের ১৪ জন প্রতিযোগি ১৮ টি পদক লাভ করলো

ভারতীয় কন্যার বিশ্বজয় , মিস ইউনিভার্স খেতাব জিতলেন হরনাজ কৌর সান্ধু

বাজি নিয়ে ও করোনা সম্পর্কে মানুষকে সচেতন করতে বেলিয়াবেড়া থানার পুলিশের উদ্যোগে সচেতনতা মূলক প্রচার

স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে সাঁকরাইলে বিজেপি ছেড়ে প্রায় ৩০০ জন যোগদান করলেন তৃণমূলে

ত্রিপুরায় অভিষেক ব্যানার্জির উপর হামলার প্রতিবাদে লালগড়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুতুল দাহ করে বিক্ষোভ তৃণমূলের

নয়াগ্ৰামে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির, উপস্থিত বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাতো

“রথের দিন রথ উপহার”- বৃদ্ধ অজিত বাবুর মানবিকতার নিদর্শন দেখে তাকে ট্রাই সাইকেল তুলে দিল ফেসবুকের একটি গ্রুপ “আমারকার ভাষা আমারকার গর্ব”

গোপীবল্লভপুরে স্কুল থেকে চুরি হল চারটি কম্পিউটার এবং একটি প্রিন্টার মেশিন তদন্তে পুলিশ

ইজরায়েলের ইলায় এই আসরে সবাইকে পিছনে ফেলে প্রথম তিনে উঠে আসেন ভারতের হরনাজ কৌর সান্ধু , প্যারাগুয়ের নাদিয়া ফেরেরা , দক্ষিণ আফ্রিকার লায়েলা মাওয়ানে। তবে শেষ পর্যন্ত সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতীয় কন্যার নাম ঘোষণা করা হয় ২০২১ এর মিস খেতাব জয়ী হিসেবে । নাম ঘোষণার পরে মঞ্চের উপরেই আনন্দে কেঁদে ফেললেন চন্ডীগড়ের এই তরুণী

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments