Friday, September 20, 2024
- Advertisment -spot_img

নিভল সন্ধ্যা প্রদীপ , গীতশ্রীর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতের

 বিনোদন ডেস্ক : নিভল সন্ধ্যা প্রদীপ । বাংলা গানে স্বর্ণযুগের শিল্পীদের শেষ তারকাও অমৃতলোকের উদ্দেশ্য পাড়ি দিলেন । ৯০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সন্ধ্যা মুখোপাধ্যায় । আধুনিক বাংলা গানের শ্রেষ্ঠ কন্ঠশিল্পী দের মধ্যে হেমন্ত মুখোপাধ্যায় , মান্না দে , শ্যামল মিত্র , একে একে আগেই চলে গিয়েছেন । কিন্তু চিকিৎসকদের শত চেষ্টার পরেও শেষ রক্ষা হল না সন্ধ্যা মুখোপাধ্যায়ের ।

নিভল সন্ধ্যা প্রদীপ , গীতশ্রীর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতের

 READ MORE :কালা দিবস পালন করল গোপীবল্লভপুরের রিভারফিল্ড ক্লাবের সদস্যরা

READ MORE : রাজ্য সরকার সমবায় সমিতি গুলির উন্নয়নে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানালেন রাজ্যের প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা

পরিবার সূত্রে জানা গিয়েছে যে , গত ২৬ শে জানুয়ারি রাতে আচমকাই জ্বর আসে শিল্পীর । সকালে জ্বর বাড়লে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে করোনা পরীক্ষা ধরা পড়ে গীতশ্রীর । যেহেতু শিল্পীর হৃদযন্ত্রের সমস্যা থাকায় হাসপাতালে চিকিৎসা চলছিল । কিছুদিন আগে শিল্পীর অবস্থা আছে বলেই হাসপাতাল তরফ থেকে জানানো হয়েছে । অবশেষে আজকে সন্ধ্যা সময় তিনি সকলকে কাঁদিয়ে তিনি আমাদের ছেড়ে বিদায় নিলেন। বিনোদন জগতের এক প্রকার বিশাল শূন্যতা সৃষ্টি হলো ।

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments