Friday, May 10, 2024
- Advertisment -spot_img

ফের জঙ্গলমহলে সক্রিয় মাওবাদীরা

শিলদা শহিদ দিবসের দিন মাওবাদী দের ছাপানো পোষ্টারে হুশিয়ারি। একি সাথে মাওবাদী দের নাম করে টাকা তোলার অভিযোগে শহর থেকে গ্রেপ্তার ২ব্যাক্তি। ফের জঙ্গল মহলে স্বক্রিয় হচ্ছে মাওবাদীরা। শিলদাক্যাম্পে নাশকতার ঘটনার দিনেই হুমকি দিয়ে ছাপানো পোষ্টার মাওবাদী দের। ফের মাওবাদী স্বক্রিয় তার প্রশ্নে অস্বীকার না করে, বিষয় টা তারা খতিয়ে দেখছেন বলে জানালেন এডিজি পশ্চিমাঞ্চল সঞ্জয় সিং। জঙ্গলমহলে

ফের জঙ্গলমহলে সক্রিয় মাওবাদীরা

অপর দিকে মাওবাদী নাম করে টাকাতোলার অভিযোগে সনু নায়েক, সিন্টু পাতর কে ঝাড়গ্রাম (Jhargram) থানা গ্রেপ্তার করে। ইএফঅার ক্যাম্পে শহিদ দবস অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন তিনি। সাথে বাঁকুড়া র ডিঅাইজি সুনিল চৌধুরী, জেলা শাসক জয়সি দাসগুপ্ত,এসপি সহ বাকি অাধিকারিকরা। ২০১০ সালের ১৫ ই ফেব্রুয়ারী। শিলদার ইএফঅার ক্যাম্পে হানা দেয় মাওবাদী রা। মাওবাদী হামলায় ২৪ জন জওয়ান শহীদ হন। তাদের সমস্ত অস্ত্র লুঠ করে মাওবাদীরা (Mao)। জঙ্গলমহলে

READ MORE : নিভল সন্ধ্যা প্রদীপ , গীতশ্রীর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতের

READ MORE : কালা দিবস পালন করল গোপীবল্লভপুরের রিভারফিল্ড ক্লাবের সদস্যরা

১২ বছর পুরানো সেই স্মৃতী অাজ অাবার অনেকটাই তাজা করে দিলো অাজকের দিনে মাওবাদী দের এই পোষ্টার। গান স্যালুট এর মধ্য দিয়ে সেই শহিদ দের উদ্দেশ্যে অাজ শ্রদ্ধা নিবেদন করা হয় সেই ক্যাম্পের ঘটনা স্থলে। এরপর সেখানকার কিছু টা পিছিয়ে পড়া মানুষ দের বেছে তাদের হাতে শাড়ি, কম্বল তুলে দেওয়া হয়। প্রিতি ভলিবল বল ম্যাচ হয় বাহিনীর জওয়ান দের মধ্যে। তবে ফের নতুন করে মাওগতীবিধি মাথাচাড়া দেওয়ায় অাতঙ্কিত গ্রামবাসী রা।

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments