Monday, December 2, 2024
- Advertisment -spot_img

মেদিনীপুর শহরে স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করলেন রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো

স্টাফ রিপোর্টার, পশ্চিম মেদিনীপুর: করোনা আবহে পশ্চিম মেদিনীপুর জেলার ব্লাড ব্যাংক গুলিতে রক্তের যোগানের জন্য মঙ্গলবার মেদিনীপুর শহরের হোমিও বিকাশ ল্যাবরেটরির পক্ষ থেকে স্বেচ্ছায়

রক্তদান শিবিরের আয়োজন করা হয়।ওই রক্তদান শিবিরে ৫৬ জন রক্ত দেন । রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ওবস্ত দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো। তিনি রক্তদান শিবিরের উদ্বোধন করে বলেন রক্তদান মহৎ দান রক্তদান এর বিকল্প অন্য কিছু হতে পারে না ।তাই করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে এই সংগঠনের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করায় তিনি তাদের ধন্যবাদ জানান। সেই সঙ্গে রক্তদান শিবিরে এসে রক্ত দেওয়ার জন্য সকল রক্তদাতাদের তিনি অভিনন্দন ও শুভেচ্ছা জানান। সেই সঙ্গে রক্তদানে এগিয়ে আসার জন্য তিনি সকলের কাছে আবেদন জানান। ওই অনুষ্ঠানে

রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো সহ উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার অমিয় ভট্টাচার্য , সমাজসেবী শ্যামল দাস , ডাঃ ত্রিনাথ চ্যাটার্জি সহ আরো অনেক

__________

________________

Voluntary donations from Homoeo Bikash Laboratory in Medinipur town on Tuesday for blood supply to Blood Banks in West Medinipur district in Corona. Blood donation camp was organized. 56 people donated blood in that blood donation camp. The blood donation camp was inaugurated by Shrikant Mahato, State Minister for Small and Medium Enterprises. Inaugurating the blood donation camp, he said that blood donation cannot be an alternative to the great donation of blood. He also congratulated all the blood donors for coming to the blood donation camp and donating blood. He also appealed to everyone to come forward for blood donation. On that occasion Minister of State Srikant Mahato was present along with former footballer Amiya Bhattacharya, social activist Shyamal Das, Dr Trinath Chatterjee and many more.

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments