Monday, December 2, 2024
- Advertisment -spot_img

সাঁকরাইলে কথা রাখেনি বিজেপি, অভিযোগ তৃণমূলের

জঙ্গলমহল বার্তা, ঝাড়গ্রাম:- কথা দিয়ে কথা রাখল না বিজেপি। তৃণমূলের অভিযোগ, ভোটের পূর্বে সাঁকরাইলের রগড়া এলাকার একটি মাঠকে তারা হেলিপ্যাডে পরিণত করেন। তবে তখন তারা বলেছিলেন ভোটপর্ব মিটলে তারা হেলিপ্যাডটিকে পুনরায় মাঠে রূপান্তর করে দেবেন। প্রথম দফায় বিধানসভা ভোটের আগে গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সঞ্জিত মাহাতর সমর্থনে সাঁকরাইলের রগড়াতে জনসভা করেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সময়ই বিজেপির পক্ষ থেকে রগড়া হাইস্কুল মাঠে হেলিপ্যাড করা হয় অমিত শাহ্ এর সভাস্থলে যাবার তাগিদে।কিন্তু সেই থেকে প্রায় দুমাস কেটে গেলেও রগড়া হাইস্কুল মাঠের মেরামত করে করে দেয়নি সাঁকরাইলের বিজেপি নেতৃত্ব।মাঠের হেলিপ্যাড তৈরির জায়গাটি এখনো পরিত্যক্ত অবস্থায় রয়েছে।ফলে নিয়মিত যে সমস্ত যুবকরা মাঠে খেলাধুলো করতেন কিংবা বয়ষ্ক মানুষজন সকাল কিংবা বিকালে মাঠে এসে একটি মুক্ত বাতাস নেওয়ার পাশাপাশি শারীরচর্চা ও হাঁটাচলা করতেন তারা আজ প্রায় এসব কিছু বন্ধ করে দিয়েছেন। বিজেপি নেতৃত্বের এই দায়িত্ব জ্ঞানহীন কাজের জন্য দিনের পর দিন ক্ষোভ বাড়ছে রগড়া এলাকার সাধারণ মানুষদের মধ্যে। এলাকাবাসীর দাবি কথা মতো দ্রুত মাঠের সংস্কার করে দিক বিজেপি নেতৃত্ব। এ বিষয়ে রগড়া আর.এম. একাডেমী উচ্চমাধ্যমিক স্কুলের পরিচালন সমিতির সভাপতি প্রদীপ কুমার দাস বলেন- “এলাকা বাসী অভিযোগ সত্য এবং আমাদের কাছে বিজেপি দলের যে সকল সদস্যবৃন্ত অনুমতি নিতে এসেছিলেন তারা মাটটিকে পুনরায় যেরকম ছিল সেভাবেই তৈরি করে দেওয়ার কথা জানিয়েছিলেন কিন্তু বর্তমান প্রায় দু মাস কেটে গেলও মাঠটি এখনো সেই একই অবস্থায় পড়ে রয়েছে। তা দুর্ভাগ্যজনক। ওনাদেরকে বার বার বলার শর্তেও ওনাদের থেকে কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না। কোন কিছুরই কর্ণপাত করছেন না তারা।এর ফলে সমস্যায় পড়ছে এলাকার যুবক ছেলেরা তাদের খেলাধুলায় সমস্যা হচ্ছে এরপরেও যদি ওনারা  মাঠটা ঠিক না করে তাহলে আমরা স্কুল কমিটির পক্ষ থেকে মাঠটা আমরা পুনরায় ঠিক করে দেব।” এ বিষয়ে  বিজেপি নেত্রী রোহিনী মণ্ডলের জেনারেল সেক্রেটারি ভরত কুমার  শিট বলেন, “আমরা ওখানে কিছু বালি ফেলার ব্যবস্থা করে ছিলাম কিন্তু ভোটের রেজাল্ট এর পর আমরা সেরকম লেবার পাচ্ছিনা তাই মাঠটি এখনো ঠিক করে দিতে পারিনি। তবে কিছুদিনের মধ্যেই আমরা ঠিক করে দেবো।”  তবে রগড়ার দু নম্বর অঞ্চলের তৃণমূল সভাপতি পঞ্চানন দাস এক্ষেত্রে বিজেপির ওপর চক্রান্তের অভিযোগ করেন এবং বলেন,” এখানে যুবসমাজের ছেলে মেয়েরা যাতে খেলাধুলো করতে না পারে তারই চক্রান্ত চালিয়েছে বিজেপি বাহিনী। তাই মাঠটি এখনও সংস্কার করেনি তারা।আমি স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছি এবিষয়ে এবং মাঠটি পুনরায় খেলার উপযুক্ত করে  তোলার  জন্য আবেদন করেছি। কিন্তু ওনারা কোনো উত্তর এখনও দেওয়া হয়নি আমাদের।”

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments