Saturday, April 27, 2024
- Advertisment -spot_img

রক্তাল্পতা নিয়ে স্কুল পড়ুয়াদের সচেতন করতে বিশেষ উদ্যোগ গোপীবল্লভপুর ব্লক স্বাস্থ্য দফতরের

স্টাফ রিপোর্টার, ঝাড়গ্রাম: রক্তাল্পতা নিয়ে স্কুল পড়ুয়াদের সচেতন করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক স্বাস্থ্য দফতর। বুধবার রক্তাল্পতা দিবস উপলক্ষে ব্লকের নোয়াগাঁ জুনিয়র হাইস্কুলে হল স্বাস্থ্য দফতরের বিশেষ সচেতনতা শিবির। এদিনের শিবিরে ছাত্রছাত্রীদের রক্তাল্পতা বিষয়ে সচেতন করার পাশাপাশি আয়োজন করা হয় বিভিন্ন ধরনের প্রতিযোগিতা মুলক কর্মসূচি। ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজিত হয় পোষ্টার অঙ্কন প্রতিযোগিতা, পুষ্টি গুণ সমৃদ্ধ খাবারের থালি প্রতিযোগিতা। এছাড়াও কুইজ প্রতিযোগিতা করে বিজয়ী ছাত্রছাত্রীদের পুরষ্কৃত করা হয়। শিবিরে মেডিকেল অফিসার আকাশ রঞ্জন মাহাত, সুপর্ণা গোরাই,ঝিলিক ঘোষ, সুমনা দন্ডপাট এর মতো স্বাস্থ্য কর্মীরা পড়ুয়াদের রক্তাল্পতা বিষয়ে বিভিন্ন আলোচনার মাধ্যমে সচেতন করেন।

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments