Saturday, May 18, 2024
- Advertisment -spot_img

যশ এর আশঙ্কায় এবার বাতিল হলো দূরপাল্লার একাধিক ট্রেন

শান্তনু দত্ত, কলকাতা:- যশ’ ফাইল চিত্রএর জোশ দেখানো শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলবর্তী এলাকাগুলোয়। এই এলাকাগুলিতে নজর রাখা হচ্ছে প্রতিনিয়ত। প্রতিকূল পরিস্থিতির সাথে লড়াই করবার জন্য তৈরি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। অন্যদিকে যশের মোকাবিলায় প্রস্তুত ভারতীয় রেলও। ইতিমধ্যে একাধিক ট্রেন বাতিল ঘোষণা করা হয়েছে ইস্ট কোস্ট রেলওয়ের তরফে। হাওড়া-চেন্নাই মেইন লাইন দিয়ে চলাচল করা বেশ কয়েকটি ট্রেন বাতিলের খাতায় নাম লিখিয়েছে। তালিকায় রয়েছে ভুবনেশ্বর-হাওড়া জন শতাব্দী এক্সপ্রেস, হাওড়া-পুরী-হাওড়া স্পেশাল ট্রেন। অন্যদিকে ভুবনেশ্বর-মুম্বাই কোনার্ক স্পেশাল, পুরী-নিউদিল্লি পুরুষোত্তম স্পেশাল, ভুবনেশ্বর-নিউদিল্লি রাজধানী স্পেশাল, ভুবনেশ্বর-সেকেন্দ্রাবাদ বিশাখা স্পেশাল, পুরী-ঋষিকেশ কলিঙ্গ উৎকল স্পেশাল এবং পুরী থেকে আমেদাবাদ, সুরাত, আজমেরগামী ট্রেনও বাতিল ঘোষণা হয়েছে সাময়িকভাবে।

 

  • ০২৭০৩ হাওড়া-সেকেন্দ্রাবাদ
    ০২০৮৭ হাওড়া-পুরী
    ০২০৮৮ পুরী-হাওড়া
    ০২৮৩৭ হাওড়া-পুরী
    ০২৮৭৩ হাওড়া-যশবন্তপুর
    ০২৮৭৪ যশবন্তপুর-হাওড়া
    ০২৮২১ হাওড়া-চেন্নাই
    ০২৮২২ চেন্নাই-হাওড়া
RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments