Sunday, May 19, 2024
- Advertisment -spot_img

মুক্তি পেতে চলেছে সচেতনতা মূলক শর্টফিল্ম ভ্যাকসিন

অদ্রিজা বেরা, পশ্চিম মেদিনীপুরনির্ভীক কালচারাল ফোরামের পরিবেশনায় কয়েকদিনের মধ্যে আবারও মুক্তি পেতে চলেছে সমাজ সচেতনতা বিষয়ক নতুন একটি শর্টফিল্ম “ভ্যাকসিন”।আগের কিছু শর্টফিল্ম ও মিউজিক স্টোরি দর্শকদের কাছে সমাদৃত হবার পর এবার একটু অন্য রকম ভাবনা নিয়ে তৈরি হয়েছে এই শর্টফিল্মটি। করোনা ধাক্কায় গোটা দেশ নাজেহাল। অনেকটাই থমকে রয়েছে জনজীবন।

এই অতিমারীর প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই শর্টফিল্ম’টি। যেখানে সমাজ সচেতন মূলক একটা বার্তা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। গল্পে একদিকে যেমন নাট্কীয়তা রয়েছে, তেমনি আছে একটি সচেতনতা মূলক সিরিয়াস বার্তা। ছবির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন বিশিষ্ট লেখিকা তথা সমাজকর্মী রোশনারা খান। প্রযোজনা করেছেন মধুশ্রী চক্রবর্তী। দৃশগ্রহন ও সম্পাদনার কাজ করেছেন অঙ্কন ঘোষ। নির্দেশনা ও পরিচালনায় রয়েছেন তরুণ পরিচালক অরিজিৎ সিনহা । অভিনয় করেছেন অনিন্দিতা, অস্মিতা, জ্যোৎস্না, তাপস ,মদন, সৈকত ,রোশনারা, তিতলী, আঁখি, অরিজিৎসহ আরো অনেকে । মেদিনীপুর শহর ও শহরের বাইরের একঝাঁক শিল্পী এই কাজে যুক্ত ।গল্পে বলতে চাওয়া হয়েছে জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে একসাথে সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে এই করোনা মহামারীর মোকাবিলা করতে হবে।তবেই এই লড়াই জেতা যাবে। ফিল্মটির শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে। এবার মুক্তির অপেক্ষা। সম্পূর্ণ কোভিড প্রটোকল মেনে শুটিং এর কাজটি হয়েছে। পরিচালক অরিজিৎ সিনহার আশা, তাঁদের এই কাজ দর্শকদের ভালো লাগবে। পরিচালক জানান বিভিন্ন চ্যানেলে তারা এই ফিল্মটি টেলিকাস্ট করার চেষ্টা করবেন, পরিস্থিতি ভালো হলে প্রেক্ষাগৃহে-এর স্ক্রিনিং হবে এবং আগামী পুজো ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবির স্ক্রিনিং এর চেষ্টা হবে।

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments