Friday, May 17, 2024
- Advertisment -spot_img

মাস্ক পরাতে মছলন্দপুর বাজারে ক্রেতা বিক্রেতারা উদাসীন, বেশির ভাগে লোকের মধ্যে নেই কোন মাস্ক

টুম্পা অধিকারী, উত্তর ২8 পরগনা, মছলন্দপুর:- করোনার সংক্রমণের হার দিনদিন বেড়ে যাচ্ছে। উত্তর ২8 পরগনার করোনা সংক্রমনের হার সবচেয়ে বেশি। আর সেই কারনে বেশির ভাগ জয়গায় তিনদিন করে সমস্ত বাজারঘাট বন্ধ রাখছে। আর মছলন্দপুরে করোনাতে ২৭ জনের প্রান হারিয়েছে এরপর থেকে মছলন্দপুর পঞ্চায়েতের ও পুলিশ প্রসাশনের পক্ষ থেকে বার বার সতর্ক করার পরও মছলন্দপুরের মাছ বাজার ও সবজি বাজারের ক্রেতা ও বিক্রেতা এখনো উদাসীন। ক্যামেরা দেখেও হুশ ফিরছে না। এখনে মানুষ অসচেতন ভাবেই মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছে।মাস্ক পরাতে মছলন্দপুর

মাস্ক পরাতে মছলন্দপুর বাজারে ক্রেতা বিক্রেতারা উদাসীন, বেশির ভাগে লোকের মধ্যে নেই কোন

মঙ্গলবার সকাল বেলায় মছলন্দপুর বাজার ঘুরে দেখা গেল বেশির ভাগ লোকজনের মুখে নেই কোন মাস্ক, ক্যামেরার দেখে পড়ছে মাস্ক আর সঙ্গে রয়েছে অজুহাত। মছলন্দপুর পঞ্চায়েত প্রধান তাপস ঘোষ বলেন আমরা এবং পুলিশ প্রসাশন অনেকবার প্রচার করেছি প্রতিটা বাজারে গিয়ে গিয়ে পুলিশ এবং পঞ্চায়েত গিয়ে মাইকিং করেছে।ভয় দেখানো হয়েছে জরিমানাপর্যন্ত করা হয়েছে তাতে যদি মানুষ এখনে অসেচতান। আমারা পুলিশ প্রসাশনের বসে দুই তিন দিনের মধ্যে কড়াকড়ি প্রদক্ষেপ নিয়ে অভিযান চালাবো। এখন দেখার কবে ফিরবে মানুষের মধ্যে সচেতনতা।

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments