Tuesday, May 7, 2024
- Advertisment -spot_img

নেতাজী ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বহড়াদাঁড়ি প্রাথমিক বিদ্যালয়ে বহড়াদাঁড়ি নেতাজী ক্লাবের উদ্যোগে রবিবার সপ্তম বর্ষ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বহড়াদাঁড়ি নেতাজী ক্লাবের সদস্য আশীষ কুমার খুটিয়া জানান, প্রায় দেড়শ জন রক্ত দিয়েছেন। মহিলারা সংখ্যায় বেশি ছিল। প্রায় ৫০ জন মহিলা ওই শিবিরে উপস্থিত হয়ে রক্তদান করেছেন বলে তিনি জানান। সেই সঙ্গে তিনি বলেন এই এলাকার একজন থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী রক্তের সংকটে মারা গিয়েছিলেন। তাই ক্লাবের পক্ষ থেকে রক্তদান শিবির করার উদ্যোগ গ্রহণ করা হয়। যাতে এই এলাকার কেউ রক্তের অভাবে না মারা যায় তার জন্য এই রক্তদান শিবিরের আয়োজন বলে তিনি জানান। ওই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের দলনেতা কমলকান্ত রাউৎ, বহড়াদাঁড়ি নেতাজী ক্লাবের সভাপতি স্বপন কুমার পাল, বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ পাল, ভাগবৎ মান্না, সহ অন্যান্য অতিথিরা। রক্তদান শিবিরে উপস্থিত হয়ে সকল রক্তদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ঝাড়গ্রাম জেলা পরিষদের দলনেতা কমলকান্ত রাউৎ। তিনি বলেন রক্তদান মহৎ দান, রক্তদানের বিকল্প অন্য কিছুই হতে পারে না। তাই যারা রক্ত দান শিবিরে এসে রক্তদান করেছেন তাদের সকলকে তিনি অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর পাশাপাশি সকলকে রক্তদানে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। সেই সঙ্গে তিনি রক্তদান শিবিরের আয়োজন করায় বহড়াদাঁড়ি নেতাজী ক্লাবের সকল সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments