Sunday, May 19, 2024
- Advertisment -spot_img

তৃণমূল নেতাদের নামে দূর্নীতির পোষ্টার উদ্ধার, কটাক্ষ বিরোধীদের

স্টাফ রিপোর্টার, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্ৰাম জেলার গোপীবল্লভপুর ২ নং ব্লকের বাহারুণাতে FCI গোডাউনে তৃণমূলের নেতাদের নামে দুর্নীতির নাম করে পড়লো পোস্টার। রবিবার পোস্টার কে ঘিরে এলাকায় চাঞ্চল্য। এলাকার কৃষক ও শ্রমিকদের তরফ থেকে এই পোস্টার বলে উল্লেখ করা হয়েছে পোস্টারে। যেখানে দূর্নীতিতে নাম রয়েছে গোপীবল্লভপুর দু’নম্বর ব্লকের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি টিঙ্কু পাল,ব্লকের যুব সভাপতি অনুপম মল্লিক ও জেলা প্রাথমিক শিক্ষা সেলের সভাপতি স্বপন পাত্রের নাম। তৃণমূল নেতাদের নামে দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার দেওয়া নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী রাজনৈতিক দলগুলি। তৃণমূল নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার উদ্ধার নিয়ে জেলা বিজেপির সাধারণ সম্পাদক মনিচাঁদ পানি বলেন কাটমানির কত রকমের ফান্ডা আছে পশ্চিমবঙ্গের মানুষ তৃনমূল নেতাদের কাছ থেকে জানতে পারে। তবে তৃনমূল কংগ্রেসের গোপীবল্লভপুর দুই ব্লকের সভাপতি টিঙ্কু পাল বলেন, কাপুরুষের মতো রাতের অন্ধকারে কে বা কারা ওই পোস্টার দিয়েছে জানি না,দল ও প্রশাসনকে বিষয় টি জানিয়েছি। তবে পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার পড়াকে কেন্দ্র করে রীতিমতো এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । তৃণমূল কংগ্রেস নেতারা তাদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। সেই সঙ্গে বিষয়টি প্রশাসনের বলে তৃণমূল নেতারা জানিয়েছেন। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের আগে ওই পোস্টার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে যথেষ্ট বেগ দিবে বলে রাজনৈতিক মহলের অনুমান। ওই পোস্টারকে হাতিয়ার করে ইতিমধ্যেই রাজ্যের বিরোধী দল বিজেপি রাজ্যের শাসক দল তৃনমূল কংগ্রেসের বিরুদ্ধে আঙ্গুল তুলে পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করে দিয়েছে।

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments