Thursday, May 9, 2024
- Advertisment -spot_img

ঝাড়গ্ৰামে গভীর রাতে তাণ্ডব চালায় ৪০ থেকে ৫০ টি হাতির দল, এলাকাজুড়ে ছড়ায় চাঞ্চল্য

স্টাফ রিপোর্টার, ঝাড়গ্রাম: জঙ্গলমহল জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে।দলমা থেকে আসা হাতির দল ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্তে যেমন দাপিয়ে বেড়াচ্ছে সেইসঙ্গে ঘরবাড়ি থেকে চাষের প্রচুর ক্ষতি করছে।শনিবার গভীর রাতে হঠাৎ করেই কলাইকুন্ডা ফরেস্ট রেঞ্জ এলাকার থেকে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া রেঞ্জ এলাকায় চল্লিশ থেকে পঞ্চাশটি হাতির দল ঢুকে পড়ে।গভীর রাতে হঠাৎ করেই ব্যাপক সোরগোল ওই এলাকায়।ঝুনঝুনি,বর্জুডি, শাঁকবাঁন্ধি হয়ে আমডিহা গ্রামে হাতির দল ব্যপক তান্ডব চালায়। একেই ঝড় জলের রাত তার উপর হাতির তান্ডবে নাজেহাল এলাকাবাসী।ওই এলাকায় বেশ কয়েক টি বাড়ির মাটির দেওয়াল, জানালা,ছাদ যখন ভাঙতে শুরু করে দলমার দাঁতাল।সেইসময় প্রচন্ড অাওয়াজে বাড়ি থেকে বেরোতে গিয়েও থমকে যান অাক্রান্ত বাড়ির লোকের।ওই বাড়ি থাকা মানুষজনের সেইসময় মনে হচ্ছে সাক্ষাৎ মৃত্যু তান্ডব চালাচ্ছে হাতির দল।এক এক করে প্রায় ১৬ টি বাড়ি ভাঙচুর করে এবং বেশ কয়েক কুইন্টাল ধান চাল নষ্ট করে দেয়।গ্রামবাসীরা বিষয়টি ফোন করে বন দপ্তরকে জানায়।বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে যায় এবং গ্রামবাসীদের সহযোগীতায় দীর্ঘক্ষনের চেষ্টায় লোকালয় থেকে আবার জঙ্গলের দিকে নিয়ে যেতে সক্ষম হয় হাতির দলটিকে।তবে এই ভাবে দিনের পর দিন যখন তখন ওই গ্রামগুলিতে কখনো হাতির দল আবার কখনো দলছুট হাতি চলে আসায় যে কোনো সময় প্রাণহানীর ঘটনাও ঘটতে পারে বলে আশঙ্কা করছেন ওই এলাকার বাসিন্দারা।এদিকে যেমন হাতির দল ঘরবাড়ি ভাঙছে অন্যদিকে তেমনই ওই এলাকার ধান চাষ থেকে সবজি চাষের প্রচুর ক্ষতি করছে।বন দপ্তরের পক্ষ থেকে যে গ্রাম গুলিতে ঘরবাড়ি এবং সবজি চাষে হাতির তান্ডবে ক্ষতি হয়েছে তা ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়।

•দেখুন ভিডিও:  https://youtu.be/o4NOLOy65K

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments