Friday, May 17, 2024
- Advertisment -spot_img

ঝাড়গ্রামে বালি গাড়িতে আগুন লাগালেন গ্রামবাসীরা!

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলে বালি গাড়ির ধাক্কায় আহত ৯ জন, দুটি বালি গাড়িতে আগুন, কয়েকটি গাড়ি ভাঙচুর, এলাকায় উত্তেজনা মোতায়ন পুলিশ। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের নেহাড় ও মজুরা এলাকার মাঝামাঝি বালি বোঝাই ডাম্পার হুড় মুড়িয়ে ঢুকে পড়ল গৃহস্থে বাড়ির ভেতর। সোমবার রাত্রি প্রায় ১০ নাগাদ নেহাড় এলাকার সুবর্নরেখা নদী থেকে বালি বোঝাই করে মজুরা দিকে যাবার পথে নিয়ন্ত্রন হারিয়ে একটি বাড়ির মধ্যে ঢুকে পড়ে বালি বোঝায় একটি ডাম্পার। ঝাড়গ্রামে বালি গাড়িতে

ঝাড়গ্রামে বালি গাড়িতে আগুন লাগালেন গ্রামবাসীরা!

আরও খবর: নষ্ট করা হচ্ছে ঐতিহাসিক স্মৃতি, নীলকুঠিকে ফের পর্যটন কেন্দ্র করার দাবিতে স্থানীয়রা

আরও খবর: রাজ্যে করোনার তৃতীয় ঢেউ, বন্ধ স্কুল কলেজ ?

যার ফলে বড় সড় দূর্ঘটনার ঘটনা ঘটে। ওই ঘটনায় গুরুতর আহত হয় ৯ জন। তড়িঘড়ি গ্রামবাসিরা খবর দেয় সাঁকরাইল থানার পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আহত সবাই কে উদ্ধার করে ভাঙ্গাগড় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। তাদের মধ্যে ৫ জনের অবস্থার অবনতি হওয়ায় রেফার করা হয় ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। অপর দিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত গ্রামবাসীরা বালি বোঝাই দুটি ডাম্পারে আগুন ধরিয়ে দেয়।

ঝাড়গ্রামে বালি গাড়িতে আগুন

ওই গ্রামের মানুষ ভাঙচুর করে বেশ কয়েকটি গাড়িতে। প্রায় দিন বালি গাড়ির দৌরাত্বে নাজেহাল ওই এলাকার বাসিন্দারা। এর আগেও বেশ কয়েকটি দূর্ঘটনা ঘটেছে যা নিয়ে ক্ষুব্দ ওই এলাকার গ্রামবাসীরা। এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। গ্রামবাসীদের দাবি ওই রাস্তা দিয়ে বালি বোঝায় গাড়ির যাতায়াত বন্ধ করতে হবে। আহত গ্রামবাসীদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। সেই সঙ্গে ডাম্পারের চালক কে গ্রেফতার করে শাস্তি দিতে হবে।

চা পান করলেই শুধু হবে না, জানুন বিভিন্ন স্বাস্থ্যগুণ

জঙ্গলমহল বার্তা নিউজ ডেস্ক: চা খেতে অনেকেই ভালোবাসেন । বিশেষ করে শীতের সকালে কিংবা বিকেলের দিকে চা খাওয়ার আনন্দ অন্যরকম। মনখারাপে, বিরক্তিতে ক্লান্তিতে , কিংবা হালকা গল্পের মেজাজে চা চাইই। আমারা চা বলতে বুঝি ভালো করে দুধ চিনি দিয়ে ফোটানো মিষ্টি চা । তার সঙ্গে আদা ও নানারকম মসলা যোগ করলে তো কথাই নেই । এতে চায়ের মিষ্টি ভাব এবং স্বাদ ও গন্ধ কে নিখুঁত করে তোলে। শুধু মন ভালো রাখতেই নয়, শরীর সুস্থ রাখতে চা পানের বিকল্প কিছু নেই । এখন বাজারে এসেছে নানা প্রকার চা । কোনটি আপনার সারাদিনের ডায়েট থাকলে ভালো, কেন ভালো সেটা জেনে নিন । CONTINUE READING

 

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments