Monday, May 6, 2024
- Advertisment -spot_img

গোয়ালমারায় আয়োজিত রক্তদান শিবিরে রক্ত দিলেন ৬১ জন

দেবব্রত বাগ, ঝাড়গ্রাম: বর্তমান সময়ে ব্লাড ব্যাংক গুলোতে চলা রক্তের সংকট কিছুটা হলেও মেটাতে এগিয়ে এলো সুবর্ণ রৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক ফেসবুক গ্রুপ আমারকার ভাষা আমারকার গর্ব। রবিবার সংগঠনের গোয়ালমারা শাখার ব্যবস্থাপনায় ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর-২ ব্লকের গোয়ালমারা বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। সদ্যপ্রয়াত গ্রুপের পরিচালক মন্ডলীর অন্যতম সদস্য মণিময় সাউয়ের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে এদিনের শিবিরের সূচনা হয়।খারাপ আবহাওয়া সত্বেও এদিনের শিবির ঘিরে আয়োজকদের ও রক্তদাতাদের মধ্য উৎসাহ ছিল তুঙ্গে। গ্রামীণ এলাকায় আয়োজিত এই শিবির ৫ জন মহিলা সহ মোট ৬১ রক্তদাতা রক্তদান করেন। যাঁদের মধ্যে অধিকাংশই এই প্রথমবার রক্ত দিলেন।এদিনের শিবিরে রক্তদানকারী সমস্ত রক্তদাতাদের সুরমা সুর স্মৃতি স্মারক দিয়ে সম্মানিত করা হয়। রক্ত সংগ্রহ করেন গোপীবল্লভপুর ব্লাড ব্যাংকে কর্তৃপক্ষ। পাশাপাশি এদিন গ্রুপের পক্ষ থেকে একজন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির হাতে ওয়াকার তুলে দেওয়া হয় এবং ট্রেন দুর্ঘটনায় নিহত রাজীব রাউতের পরিবারের হাতে নগদ চল্লিশ হাজার টাকা আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়।শিবিরটি সুচারুভাবে সম্পন্ন হওয়ার জন্য গ্রপের পক্ষে বিশ্বজিৎ পাল সহ অন্যান্যরা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments