Friday, May 17, 2024
- Advertisment -spot_img

গোপীবল্লভপুর হাসপাতালে উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও মানব স্বাস্থ্য বিষয়ক এক কর্মশালার আয়োজন

ঝাড়গ্রাম : সোমবার গোপীবল্লভপুর হাসপাতালের উদ্যোগে গোপীবল্লভপুর এক ব্লকের নয়াবসান জনকল্যাণ বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের নিয়ে”জলবায়ু পরিবর্তন ও মানব স্বাস্থ্য” বিষয়ক এক কর্মশালার আয়োজন করা হয়। যার মূল উদ্দেশ্য হল, মানব স্বাস্থ্যের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরি করা, জলবায়ু পরিবর্তনশীলতার কারণে অসুস্থতা/রোগ কমাতে স্বাস্থ্য ব্যবস্থার ক্ষমতা জোর দেওয়া। গোপীবল্লভপুর হাসপাতালে

গোপীবল্লভপুর হাসপাতালে উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও মানব স্বাস্থ্য বিষয়ক এক কর্মশালার আয়োজন

READ MORE : Jhargram: আগ্নেয়াস্ত্রসহ চারজনকে গ্রেফতার করল ঝাড়গ্রাম জেলা পুলিশ

READ MORE : ফেসবুক গ্রূপের উদ্যোগে ক্যান্সার রোগীদের জন্য চুল দান করলেন ৪ মহিলা

এই কর্মশালাতে অংশ নেয় বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর ছাত্রীরা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষিকারা। গোপীবল্লভপুর হাসপাতালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডাঃ আকাশ রঞ্জন মাহাতো, ডাঃ পূর্বাশা আউলিয়া, জনস্বাস্থ্য নার্সিং অফিসার কাজল মুর্মু, ফার্মাসিস্ট ভিক্টর লোহার। স্বাস্থ্য দপ্তরের এই কর্মশালাতে খুশি ওই কর্মশালায় উপস্থিত ছাত্রীরা ও শিক্ষিকারা। আগামী দিনেও গোপীবল্লভপুর ব্লকের বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে গোপীবল্লভপুর হাসপাতালে পক্ষ থেকে এই ধরনের সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হবে বলে ডাক্তার আকাশ রঞ্জন মাহাতো জানান।

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments