Monday, April 29, 2024
- Advertisment -spot_img

গোপীবল্লভপুর গ্রামীণ হাসপাতালের উদ্যোগে বিশ্ব মৌখিক স্বাস্থ্য দিবস উদযাপন

অরূপ ঘোষ, ঝাড়গ্রাম: সোমবার বিশ্ব মৌখিক স্বাস্থ্য দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে গোপীবল্লভপুর গ্রামীণ হাসপাতাল কর্তৃপক্ষ।আর এই উপলক্ষে গোপীবল্লভপুর গ্রামীন হাসপাতালের দাঁতের বিভাগ ও স্কুল হেলথ্ মেডিক্যাল টিমের উদ্যোগে বর্নাঢ্য শোভা যাত্রার মধ্য দিয়ে গোপীবল্লভপুর নতুন প্রাইমারী স্কুলে ছাত্র ছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি দাঁতের পরীক্ষা এবং দাঁতের যত্ন কিভাবে নিতে হয় তার পরামর্শ দেওয়া হয়। এই দিনটিকে বিশেষ ভাবে স্মরণীয় করে রাখতে ছাত্র ছাত্রীদের নিয়ে বসে আঁকো প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ করা হয়। পরে গোপীবল্লভপুর গ্রামীণ হাসপাতালে একটি আলোচনা সভা ও আশা দিদিমণিদের দাঁতের পরীক্ষা এবং চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর গ্রামীন হাসপাতালের দন্ত চিকিৎসক ডা: উজ্জ্বল দাস, ডাক্তার স্বর্ণদ্বীপ মাইতি, স্কুল হেলথ্ মেডিক্যাল টিমের মেডিক্যাল অফিসার ডাঃ আকাশ রঞ্জন মাহাতো সহ অন্যান্য স্বাস্থ্য কর্মীরা। স্কুল হেলথ মেডিক্যাল টিমের মেডিক্যাল অফিসার ডাঃ আকাশ রঞ্জন মাহাতো বলেন, সোমবার বিশ্ব মৌখিক স্বাস্থ্য দিবস । তাই এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য হাসপাতালের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছিল। যার মধ্যে ছিল স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দাঁতের পরীক্ষা করা, কিভাবে দাঁতের যত্ন নিতে হয় তার পরামর্শ দেওয়া। আশা কর্মীদের দাঁতের চিকিৎসা ও দাঁতের পরীক্ষা করা হয়। সেই সঙ্গে ছাত্রছাত্রীদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হয়।

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments