Monday, May 6, 2024
- Advertisment -spot_img

গোপীবল্লভপুরে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষায় বাড়তি নজর

ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের (Jhargram) গোপীবল্লভপুর (Gopiballavpur) রুরাল হাসপাতালের স্কুল হেলথ্ টিম এর উদ্যোগে যে স্বাস্থ্য শিবির শুরু হয়েছিল, তা করোনা মহামারীর কারনে দীর্ঘ দিন বন্ধ ছিল স্কুলে স্কুলে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে আসার পর নতুন করে আবারও শুরু হলো ওই স্বাস্থ্য পরীক্ষা শিবির। মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার (Jhargram District) গোপীবল্লভপুর এক ব্লকের ছয় হাজারী হাইস্কুলে গোপীবল্লভপুর রুরাল হাসপাতালের স্কুল হেলথ্ টিম এর উদ্যোগে আয়োজিত হলো ছাত্র ছাত্রী দের স্বাস্থ্য পরীক্ষা শিবির। গোপীবল্লভপুরে

পড়ুয়াদের জন্য স্কুলে স্কুলে চালু রয়েছে মিড-ডে মিলের ব্যবস্থা। কিন্তু তার পরেও পড়ুয়াদের স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধি আদৌ ঠিক ভাবে হচ্ছে কি? সে দিকেই এ বার বাড়তি নজর দিতে গোপীবল্লভপুর রুরাল হাসপাতালের স্কুল হেলথ্ টিম এর পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়। এদিন ছাত্র-ছাত্রীদের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

গোপীবল্লভপুরে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষায় বাড়তি নজর

পাশাপাশি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এদিন করোনা নিয়ে বিভিন্ন সচেতন মূলক বার্তা দেওয়া হয় ছাত্র-ছাত্রীদের। উপস্থিত ছিলেন ডাঃ আকাশ রঞ্জন মাহাতো, ডাঃ পূর্বাশা আউলিয়া, ফার্মাসিস্ট ভিক্টর লোহার সহ অন্যান্য স্বাস্থ্য কর্মীরা। ডাঃ আকাশ রঞ্জন মাহাতো বলেন আগামী দিনেও আমাদের এই স্বাস্থ্য পরীক্ষা শিবির প্রতিটি স্কুলে চালিয়ে যাবো। গোপীবল্লভপুর রুরাল হাসপাতালের স্কুল হেলথ্ টিম এর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা ও ছাত্র ছাত্রীদের অভিভাবকরা।

পরের খবর – ‘বড্ড বকে’ ইসলামপুর জেলার দাবি জানাতে গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে জোর ধমক খেলেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী

মঙ্গলবার উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) ও দক্ষিণ দিনাজপুর জেলার (dakshin Dinajpur) প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয় রায়গঞ্জের (Raiganj) কর্ণজোড়া অডিটোরিয়ামে। ওই বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামপুরের (Islampur) বিধায়ক করিম চৌধুরী (Korim Chaudhary) ও। ওই বৈঠকে বিধায়ক করিম চৌধুরী ইসলামপুর উপজেলা করার দাবি তোলেন। তৎক্ষণাৎ মুখ্যমন্ত্রী ওই দাবী প্রত্যাখান করেন। মুখ্যমন্ত্রী জানান উত্তর দিনাজপুর একটি ছোট জেলা এই জেলায় রায়গঞ্জ ও ইসলামপুর দুটি মহকুমা আছে। ইতিমধ্যেই ইসলামপুর কে পুলিশ জেলা করা হয়েছে। এছাড়াও ইসলামপুর থেকে রায়গঞ্জ এর দূরত্ব খুব বেশি নয়। এর থেকেও অনেক বড় জেলা আছে। কোনমতেই ইসলামপুর কে জেলা করা সম্ভব নয়। মুখ্যমন্ত্রী করিম বাবু কে বলেন, আপনি ভোটে জিতেছেন, মানুষের জন্য কাজ করুন। Continue Reading

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments