Sunday, May 19, 2024
- Advertisment -spot_img

গোপীবল্লভপুরে অনুষ্ঠিত হল প্রাচীন ঐতিহ্যবাহী বুলবুল পাখির লড়াই

ঝাড়গ্রাম: প্রতিবছর মকর সংক্রান্তির দিন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার গোপীবল্লভপুর রাধা গোবিন্দ জীউর মন্দির প্রাঙ্গণে ঐতিহ্য মেনে বুলবুলি পাখির লড়াই অনুষ্ঠানের আয়োজন করা হতো। কিন্তু মকর সংক্রান্তির দিন শুক্রবার প্রাকৃতিক বিপর্যয়ের জন্য তা বন্ধ করে দেয় মন্দির কমিটি। যার ফলে মন খারাপ হয়েছিল এলাকাবাসীর। শনিবার আকাশ পরিষ্কার হতে মন্দির কমিটির পক্ষ থেকে বুলবুলি পাখির লড়াই অনুষ্ঠানের আয়োজন করা হয়। করোনা পরিস্থিতির জন্য বুলবুলি পাখির লড়াই এর প্রতিযোগিতায় উপস্থিত সকলেই মুখে মাস্ক ব্যবহার করেছিলেন। প্রায় ৪০০ বছরের প্রাচীন বুলবুলি পাখির লড়াই কে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা যায়। গোপীবল্লভপুরে অনুষ্ঠিত

MORE NEWS: প্রযুক্তির আড়ালে ঢাকা পড়ছে বাঁকুড়ার লোকসংস্কৃতির টুসু-ভাদু-ঝুমুর

MORE NEWS: মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য হাবড়ায়

MORE NEWS: দলনেত্রীর জন্মদিন পালনে শিক্ষা সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ এগরা শহর তৃনমূল ছাত্র পরিষদের

MORE NEWS: প্রযুক্তির আড়ালে ঢাকা পড়ছে বাঁকুড়ার লোকসংস্কৃতির টুসু-ভাদু-ঝুমুর

MORE NEWS: ঝাড়গ্রামে বালি গাড়িতে আগুন লাগালেন গ্রামবাসীরা!

বুলবুলি পাখির লড়াই

তবে ওই অনুষ্ঠানে আগের মত শনিবার পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ড ও উড়িষ্যা থেকে সে ভাবে লোকজন আসেনি। স্থানীয় বাসিন্দারা অবশ্য উপস্থিত হয়েছিলেন। বুলবুলি পাখির লড়াই দেখতে হাজির হয়েছেন অনেকে। বুলবুল পাখির লড়াই প্রতিযোগিতায় ঝাড়গ্রামের গোপীবল্লভপুর দক্ষিণপাড়া ও বাজার পাড়ার পাশাপাশি স্থানীয় কয়েকজন অংশগ্রহণ করে বলে জানা যায়। ওই প্রতিযোগীতায় সাইকেলসহ বিভিন্ন পুরস্কার দেওয়ার ব্যবস্থা করেছে মন্দির কমিটি।

MORE NEWS: নিরাপদ আশ্রয় ছেড়ে বাঘ কেন বার বার নগর কুলে আসছে?

MORE NEWS: জঙ্গলমহল কে আরো সমৃদ্ধি শালী করে তোলার আহ্বান জানালেন ঝাড়গ্রামের প্রাক্তন সাংসদ ডা: উমা সরেন

MORE NEWS: নতুন বছরের আগে বেলপাহাড়ীতে পর্যটকদের ভিড়

MORE: সাবধান! ঝাড়গ্রাম ডিয়ার পার্ক থেকে খাঁচা ভেঙে পালিয়ে গেল বাঘ, ভয়ে কাঁপছে ঝাড়গ্রাম

মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয় যে করোনা বিধি মেনে শনিবার বুলবুলি পাখির লড়াই এর আ Lawয়োজন করা হয়। বুলবুলি পাখির লড়াই প্রতিযোগিতায় কোন পাখির আহত হওয়ার ঘটনা ঘটেনি বলেও মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়। তাই উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে করোনা পরিস্থিতিকে দূরে সরিয়ে রেখে শনিবার গোপীবল্লভপুর রাধা গোবিন্দ জীউর মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বহু প্রাচীন বুলবুলি পাখির লড়াই প্রতিযোগিতা।

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments