Sunday, September 8, 2024
- Advertisment -spot_img

সচেতনতামূলক পদযাত্রার মাধ্যমে গোপীবল্লভপুরে বিশ্ব তামাক বিরোধী দিবস পালন

অরূপ ঘোষ, ঝাড়গ্রাম: বুধবার সচেতনতামূলক পদযাত্রার মাধ্যমে ‘বিশ্ব তামাক বিরোধী দিবস’ পালন অনুষ্ঠানের আয়োজন করে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর।৩১ শে মে বুধবার দুপুর ১২ টা নাগাদ গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্য কর্মী ও মেডিক্যাল অফিসারদের অংশগ্রহণে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর থেকে একটি পদযাত্রা শুরু করে। পদযাত্রা পুরো গোপীবল্লভপুর বাজার পরিক্রমা করে। পদযাত্রা থেকে তামাক সেবন এর ক্ষতিকারক দিক সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করে তামাক বর্জনের আহ্বান জানানো হয়। তামাক বিরোধী কর্মসূচি সম্পর্কে মেডিক্যাল অফিসার ডাক্তার আকাশ রঞ্জন মাহাতো বলেন,তামাক ক্যান্সারের কারণ।তাই সাধারণ মানুষ যাতে পুরোপুরি তামাক বর্জন করতে পারেন তার জন্য বুধবার নো টোবাকো ডে উদযাপন করা হল। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডাঃ আকাশ রঞ্জন মাহাতো, ডাঃ স্বর্ণদ্বীপ মাইতি সহ অন্যান্য স্বাস্থ্যকর্মী ও আশা দিদিমণিরা।

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments