Friday, September 20, 2024
- Advertisment -spot_img

মাতৃভাষা বাঁচিয়ে রাখার তাগিদে গোপীবল্লভপুর থেকে সাইকেল নিয়ে পশ্চিমবঙ্গ ভ্রমনে রওনা যুবকের

স্টাফ রিপোর্টার, ঝাড়গ্রাম : মাতৃভাষা বাঁচিয়ে রাখার তাগিদে গোপীবল্লভপুর থেকে সাইকেল নিয়ে পশ্চিমবঙ্গ ভ্রমনে রওনা দিলেন এক যুবক। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এলাকার সুবর্ণরেখা নদীর পাড়ে সমৃদ্ধ এক গ্রাম শ্যামসুন্দরপুরের বাসিন্দা মনীষ তালধি।সোমবার ২৫শে বৈশাখের শুভ দিনে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ব্লক থেকে সে কিছু বার্তা নিয়ে, তার সাইকেলে করে পশ্চিমবঙ্গ ভ্রমণে বেরিয়ে পড়েন।

মাতৃভাষা বাঁচিয়ে রাখার তাগিদে গোপীবল্লভপুর থেকে সাইকেল নিয়ে পশ্চিমবঙ্গ ভ্রমনে রওনা যুবকের

READ MORE : মুখ্যমন্ত্রীর সফরের আগেই বদল পুলিশ সুপার, নতুন পুলিশ সুপার হলেন অরিজিৎ সিনহা

এদিন সকালে তিনি ঝাড়গ্রাম ব্লকের চন্দ্রি এলাকায় পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন অরণ্য নদী ও মাতৃভাষার যত্ন নিক মানুষ, ভালোবাসুক নিজের মাতৃভাষাকে।যেনো ভারত বর্ষের কোন প্রান্তে গিয়ে মাতৃ ভাষা বলার সময় সংকোচ বোধ না হয়।

গোপীবল্লভপুর থেকে সাইকেল নিয়ে পশ্চিমবঙ্গ ভ্রমনে রওনা যুবকের

সেইসঙ্গে সুবর্ণরেখা নদীর উপর যেন কেউ আবর্জনা না ফেলে।এবং প্রচার করবো থ্যালাসেমিয়া নিয়ে।সেই বার্তা সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে এই শুভ দিনে বেরিয়েছি।সেইসঙ্গে তিনি বলেন আজ ঝাড়গ্রাম জেলা ঘুরে পুরুলিয়া যাবো তারপর পশ্চিমবঙ্গের প্রতিটা জায়গাতে এই বার্তা পৌঁছে দেবো।তার ওই উদ্যোগে খুশি গোপীবল্লভ এলাকার মানুষজন।

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments