Saturday, March 22, 2025
- Advertisment -spot_img

Jhargram: সংগঠন গোছাতে মরিয়া তৃণমূল

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম : রাজনৈতিক কর্মী সম্মেলন মানেই অসংলগ্ন কথা এলাকা দখল, চেয়ার দখল, সিট দখলের জন্য, রক্ত ঝড়ানোর হুশিয়ারী অথবা নানা কটুক্তি এটাই শুনতে অভ্যস্ত সাধারন মানুষ। কিন্তু আজ ঝাড়গ্রামের গোপীবল্লভপুর বিধানসভার এক কর্মী সম্মেলনে কর্মীদের সামনে এক অভিনব বক্তব্য রাখলেন ঝাড়গ্রামের প্রাক্তন সাংসদ ডাঃ উমা সরেন। শ্রদ্ধার বাতাবরন ই একটা সভ্যতা গড়ে তুলতে পারে। জঙ্গলমহলের মায়ে আগমনে সেই শ্রদ্ধার বাতাবরন উন্নত জঙ্গল মহল মহল গড়তে পারে বলে ব্যাক্ষা করেন তিনি। অগামী ১৮ ই মে মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে আসবেন। সেদিন প্রশাসনিক বৈঠক। ১৯ তারিখ সমস্ত কর্মীদের নিয়ে প্রকাশ্যে মিটিং করবেন। তার আগমনের অগে জেলার প্রতিটি ব্লকে চলছে প্রস্তুতি সভা।সংগঠন গোছাতে

Jhargram: সংগঠন গোছাতে মরিয়া তৃণমূল

আজ গোপীবল্লভপুর বিধান সভার প্রস্তুতি সভায় ঝাড়গ্রামের প্রাক্তন সাংসদ ডাঃ উমা সরেন জানালেন জঙ্গলমহলের মা তথা দেশ মায়ের আগমনে সমস্ত মা বোন রা যেনো সন্তানদের মঙ্গল কামনায় সন্ধ্যা প্রদীপ জ্বালান, শঙ্খদ্ধনী দিন আর বলুন সুস্বাগতম। কেনো করবেন তারও সুন্দর ব্যক্ষা দেন তিনি। কারন মানুষের শ্রদ্ধা আর মানুষের পুজাই মানুষ কে সভ্যতার পথে এগিয়ে নিয়ে যেতে পারে। মানুষ কে সভ্য করে তুলতে পারে। মানুষের উদবর্তন ঘটাতে পারে। তাই সকলের কাছে আবেদন বাড়িতে শ্রদ্ধার বাতা বরন গড়ে তুলুন। যাতে আপানাদের সন্তান আপনাদের দেখে আপনাদের প্রতি হাজার গুন শ্রদ্ধা ফিরিয়ে দিতে পারে। কারন এই শ্রদ্ধাই আপনার সন্তান কে সভ্যতার পথে এগিয়ে নিয়ে যাবে। উদবর্তন ঘটাবে। মুখ্যমন্ত্রী সব দিয়েছেন। কিন্ত সবচেয়ে বড় যে জিনিস টা দিয়েছেন সেটা হলো স্বপ্ন দেখার অধিকার দিয়েছেন। অামাদের সন্তান রা যেনো নতুন দেশ গড়ার, নতুন বাংলা, নতুন জঙ্গলমহল গড়ার স্বপ্ন দেখতে পারে। সংগঠন গোছাতে

READ MORE :মুখ্যমন্ত্রীর সফরের আগেই বদল পুলিশ সুপার, নতুন পুলিশ সুপার হলেন অরিজিৎ সিনহা

আগে সারাটা দিন একমুঠো খাবারই জোগাড় করতে সময় চলে যেতো। আপনারা আপনাদের সন্তান দের নিয়ে স্বপ্ন দেখার সময় ছিলোনা। তাই দুটাকা কেজি চাল শুধু ভাতের জোগার নয় এই চাল ও বিভিন্ন প্রকল্পের মাধ্যমে
মমতা বন্ধ্যোপাধ্যায় আপনাদের সেই স্বপ্ন দেখার সময় দিয়েছেন। আপনার সন্তান কে নিয়ে স্বপ্ন দেখুন। সন্তান দের ডাক্তার, ইন্জিনিয়ার, অধ্যাপক, আইএএস, আইপিএস, করার স্বপ্ন দেখুন। নতুন দেশ গড়ার স্বপ্ন কে হাতে নিয়ে আপনি এবং আপনার সন্তান স্বপ্ন দেখুন। শ্রদ্ধার বাতাবরন গড়ে তুলুন। কারন শ্রদ্ধা,পুজা, ভক্তিই মানুষের উদবর্তন ঘটাতে পারে।

READ MORE : মাতৃভাষা বাঁচিয়ে রাখার তাগিদে গোপীবল্লভপুর থেকে সাইকেল নিয়ে পশ্চিমবঙ্গ ভ্রমনে রওনা যুবকের

তাই অগামী ১৯তারিখ দলের সমস্ত শৈনিক দের নিয়ে তিনি প্রকাশ্যে একটা মিটিং করবেন।
তাঁকে শ্রদ্ধা জানাতে প্রতি বুথ কমিটির ২০জন সদস্য তাদের পরিচিত ৫জন করে নিয়ে আসুন। তাহলেই লক্ষ্যাধিক লোকের আগমন হবে। জেলা জুড়ে যে লোক আসবে তাতে ঝাড়গ্রাম শহর ভরে যাবে। ওনার কথা মন দিয়ে শুনে তাঁর বার্তা বাড়ি বাড়ি প্রচার করতে হবে। প্রাক্তন সাংসদ এর এই এই বক্তব্য সমস্ত কর্মীদের মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছ। সম্মেলনে সমস্তু অঞ্চল এবং বুথ কর্মী ও নেতাদের পাশাপাশি সেচ মন্ত্রী মানষ ভূঞা, গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডাঃ খগেন্দ্র নাথ মাহাত সহ চার বিধায়ক ও অনান্য নেতৃত্ব রা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments