Monday, November 11, 2024
- Advertisment -spot_img

JHARGRAM: ঝাড়গ্রামে মাওবাদী পোস্টার উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: রবিবার সকালে ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার কাকো অঞ্চলের ভান্ডারপুর গ্রামে মাওবাদী নামাঙ্কিত পোস্টার দেখতে পায় এলাকার বাসিন্দারা। ওই পোস্টারে রাজ্য সরকারের দুর্নীতির কথা যেমন উল্লেখ করা হয়েছে, সেই সঙ্গে ক্রিমিনালদের স্পেশাল হোমগার্ড পদে নিয়োগ করার প্রতিবাদে আগামী আটই এপ্রিল বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছে। ওই পোস্টারে তৃণমূল কংগ্রেস নেতাদের হুঁশিয়ারি দিয়ে সাবধান করা হয়েছে। সাদা কাগজে লাল কালি দিয়ে লেখা ওই পোস্টারের শেষে লেখা রয়েছে সিপিআই মাওবাদী। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিনপুর থানার পুলিশ মাওবাদী নামাঙ্কিত পোস্টার গুলি উদ্ধার করে নিয়ে যায়। তবে কারা কি কারণে ওই পোস্টার ওই এলাকায় দিয়েছিল তা খতিয়ে দেখার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে। ওই পোস্টার মাওবাদীদের কিনা তা নিয়ে পুলিশ খতিয়ে দেখছে। তবে মাওবাদী নামাঙ্কিত পোস্টার কে কেন্দ্র করে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এক সময় মাওবাদী আন্দোলনে ঝাড়গ্রাম এর জঙ্গলমহল উত্তপ্ত হয়েছিল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ফের মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হওয়ার ঘটনায় ওই এলাকায় মানুষের মধ্যে চাপা আতঙ্ক দেখা দিয়েছে।

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments