নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: শুক্রবার সাতসকালে একটি দলছুট পূর্ণবয়স্ক দাঁতাল হাতি দাপিয়ে বেড়ানো ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের ঝাড়গ্রাম লোধাসুলি বাস রাস্তার মাঝে পাঁচ নম্বর রাজ্য সড়কের উপর জিতুশোল এলাকায়।ওই দলছুট হাতিটি খাবারের সন্ধানে বিভিন্ন গাড়িতে যেমন তল্লাশি চালায় তেমনি খাবারের সামনে রাস্তার ধারে থাকা বাড়ির মধ্যে ঢুকে পড়ে। বেশ কিছুক্ষণ ধরে হাতিটি ওই এলাকায় দাপিয়ে বেড়ায় এবং খাবারের সন্ধানে তাণ্ডব চালায়। জিতুসোল
যার ফলে লোধাসুলি ঝাড়গ্রাম এর মধ্যে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আতঙ্কিত হয়ে পড়েন ওই এলাকার বাসিন্দারা। রাস্তার দুই ধারে বাস ট্রাকসহ বিভিন্ন যানবাহন দাঁড়িয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দফতরের কর্মীও পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ ও বন দফতরের কর্মীরা বেশ কিছুক্ষণ পরে দলছুট ওই হাতিটিকে রাস্তা থেকে স্থানীয় জঙ্গলের দিকে পাঠায়। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। হাতিটি জঙ্গলের দিকে পাঠানোর পর ওই রাস্তায় যানবাহন চলাচল শুরু হয়। তা সত্ত্বেও প্রকাশ্যে দিনের বেলা শুক্রবার সাতসকালে হাতির তাণ্ডবে ঘটনায় রীতিমতো জিতুশোল এলাকার বাসিন্দারা আতঙ্কের মধ্যে রয়েছেন।
ভারতীয় কন্যার বিশ্বজয় , মিস ইউনিভার্স খেতাব জিতলেন হরনাজ কৌর সান্ধু
JHARGRAM: ঝাড়গ্রামের জিতুসোল এলাকায় রাজ্য সড়কের উপর দাঁতাল হাতির তাণ্ডব
Sports News – সবুজ মেরুন ঝড় ISL – এ উড়ে গেল ইষ্টবেঙ্গল
স্পোর্টস ডেস্ক: মরসুমের প্রথম মোহনবাগান – ইষ্টবেঙ্গল ডার্বিতে বড় ব্যবধানে জয়ী সবুজ মেরুন দল । ৩-০ গোলে লাল হলুদ শিবিরকে উড়িয়ে দিল মোহনবাগান । মোহনবাগানের হয়ে গোল করেছেন রয় কৃষ্ণা ,মনবীর সিং ও লিস্টন। মরসুমের প্রথম ডার্বি জয়ে বাঁধভাঙা উচ্ছ্বাস সবুজ মেরুন সমর্থকদের মধ্যে ।
রেজিস্ট্রেশান ছাড়াই কেনা যাবে জিও ফোন NEXT! কিন্তু কিভাবে? জেনে নিন
শারদীয়ার আবহে নতুন করে পর্দায় এবার ‘পুজো এলো’
এদিন প্রথম থেকেই আক্রমণের ঝড় তোলে মোহনবাগান । প্রথমে রয় কৃষ্ণা এগিয়ে দেন দলকে। ২ মিনিটের মধ্যে মনবীর সিংয়ের সৌজন্য ২-০ এগিয়ে গেল এটিকে মোহনবাগান । আর ২২ মিনিটে এবারের গোলদাতা লিস্টন। অরিন্দম গোল ছেড়ে বেরিয়ে এসেছিলেন। তাঁর হাত থেকে বল বেরিয়ে যায়। সেই বল জালে জড়াতে ভুল করেনি লিস্টন। বিরতির আগেই মোহনবাগান এগিয়ে যায় ৩-০ গোলে।