Wednesday, January 15, 2025
- Advertisment -spot_img

HAPPY VALENTINE’S DAY 2022 : হ্যাপি ভ্যালেন্টাইনস ডে! আপনার প্রিয়জনকে ভার্চুয়াল শুভেচ্ছা বার্তা পাঠান

ওয়েবডেস্ক : Happy Valentine’s Day 2022 Wishes: চলছে৷
ভ্যালেন্টাইন্স উইক (Valentine’s Week)। ৭ থেকে ১৪ ফেব্রুয়ারি পালন হয় প্রেমের সপ্তাহ। তার মধ্যে সবচেয়ে স্পেশাল হল ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস ডে (Valentine’s Day)৷

বছরের এই বিশেষ সময়ে প্রেমের জোয়ারে গা ভাসান অনেকেই। প্রিয়জনের হাতে তুলে দেন পছন্দের উপহার।

প্রিয়জনকে জানান দিন আপনার কাছে সে কতটা গুরুত্বপূর্ণ এবং কাছের। উপহারের পাশাপাশি ভালোবাসা হোক শুধু প্রেমের সপ্তাহ নয় সারা জীবনের মূলমন্ত্র। মনের মানুষকে ভালোবাসার কথা জানাতে, ভ্যালেন্টাইনস ডে-র কোন ভার্চুয়াল শুভেচ্ছা বার্তা পাঠাতে পারেন আপনিও ৷

ভ্যালেন্টাইনস ডে ২০২২-র ভার্চুয়াল শুভেচ্ছা বার্তা (Valentine’s Day 2022 Wishes)

হ্যাপি ভ্যালেন্টাইনস ডে, মাই ভ্যালেন্টাইনস! আমি সারা জীবন তোমার ভ্যালেন্টাইনস হয়ে থাকতে চাই।
শীতের চাঁদর জড়িয়ে, কুয়াশার মাঝে দাঁড়িয়ে, হাত দুটি দাও বিলিয়ে। শিশিরের শীতল স্পর্শে জদি শিহরিত হয় তোমার মন, তাহলে বুঝে নিও আমি আছি তোমার পাশে সারাক্ষণ।
তোমাকে ভালোবেসে আমি কখনও ক্লান্ত হব না। তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আশীর্বাদ। হ্যাপি ভ্যালেন্টাইনস ডে মাই লাভ।

একবার যখন ভালো বেসেছি, ছাড়ব না আর হাল। আমি তোমার পাশে ছিলাম, এখনও আছি আর থাকন চিরকাল।
শুধু আজ নয়, আমার কাছে প্রতিটি দিনই ভ্যালেন্টাইনস ডে… আমি তোমার মতো একজন ভ্যালেন্টাইন পেয়ে নিজেকে খুব ভাগ্যবান মনে করি। অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তোমার জন্য।
* ভালোবাসার প্রকৃত অর্থ ও গুরুত্ব আমি তোমার থেকেই শিখেছি। আমার পাশে থেক চিরকাল।

আমাদের এই বন্ধন জন্ম জন্মান্তের। তোমায় অনেক ভালোবাসি… হ্যাপি ভ্যালেন্টাইনস ডে ২০২২!
শুধু কাছ্রে পাওয়ার জন্য ভালোবাসা নয়। শুধু ভাল লাগার জন্য ভালোবাসা নয়। নিজের সুখ বিসর্জন দিয়ে ভালোবাসার মানুষকে সুখী রাখার নামই ভালোবাসা।
ভালোবাসা বুকের ভিতর হয়েছে নিঃশ্বাস, তোমার প্রেমে বেঁচে আছি এই তো বিশ্বাস। তুমি আমার প্রাণের মাঝে প্রাণ… অনেক ভালোবাসি তোমায়।
কল্পনাতে নয়, আমি বাস্তবে তোমায় চাই। ছলনাতে নয়, ভালোবাসায় আমি তোমাকে চাই, ক্ষণিকের জন্য নয়, চিরদিনের জন্য আমি তোমায় চাই।
ভালোবাসা দুটি হৃদয়ের মাঝে সেতু বন্ধন। পৃথিবীতে বেঁচে থাকা নির্ভর করে যদি সে জীবনের মাঝে ভালোবাসা বিদ্যমান থাকে।
সুখ যদি হৃদয় হত। তুমি হতে হাসি। হৃদয়ের দুয়ার খুলে দিয়ে বলতাম তোমায় ভালোবাসি।

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments