Monday, December 2, 2024
- Advertisment -spot_img

EXCLUSIVE: মর্মান্তিক দুর্ঘটনায় আহত বাবার সামনেই মৃত্যু দুই নাবালিকার

জঙ্গলমহল বার্তা, ঝাড়গ্রাম:- মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই নাবালিকার। পাশাপাশি এই ঘটনায় আহত হয়েছেন মৃত দুই নাবালিকার বাবা। ঘটনাটি ঘটেছে সোনামুখী থানার বেঁশে ব্রিজ সংলগ্ন এলাকায়। মৃত দুই নাবালিকার নাম শ্রাবন্তী ঘোষ বয়স ১১ বছর ও মন্দিরা ঘোষ বয়স ১২ বছর  এবং আহত বাবার নাম বিকাশ ঘোষ। স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁকুড়ার সোনামুখী থানার পূর্ব নবাসন গ্ৰাম পঞ্চায়েত এলাকার শালদহ গ্রামের বাসিন্দা ছিলেন তাঁরা।

পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে বিকাশ ঘোষ ও তার দুই মেয়েকে নিয়ে নিজের বাড়ি শালদহ ফিরছিলেন সেই সময় একটি সবজি বোঝাই ট্রাক সোনামুখী থেকে পাত্রসায়রের দিকে যাচ্ছিল। সেই সময় বেঁশে ব্রিজ সংলগ্ন এলাকায় ট্রাক ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ঐ দুই নাবালিকার এবং গুরুতর আহত হন বাবা বিকাশ ঘোষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশের আধিকারিকরা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় এবং আহত ব্যক্তিকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ট্রাকটিকে আটক করে সোনামুখী থানায় নিয়ে আসা হলেও চালক ও খালাসী পলাতক।পুরো ঘটনার তদন্তে নেমেছে সোনামুখী থানার পুলিশ।

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments