Monday, December 2, 2024
- Advertisment -spot_img

BREKING: হাসপাতালে কোভিড রোগীর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ঘাটালে

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: ঘাটাল মহকুমা হাসপাতালে কোভিড ওয়ার্ডের একটি ঝুলন্ত দেহ উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তির নাম শিবরাম ঘোষ,বয়স 48 বছর।বাড়ি চন্দ্রকোনা থানার পালমপুরে। সূত্রের খবর দুই সপ্তাহ আগে ওই ব্যক্তি করণা আক্রান্ত হয়ে ঘাটাল হাসপাতালে করোনা বিভাগে ভর্তি হয় গতকাল মাঝরাতে ওয়ার্ডের গেটের সামনে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ঘাটাল থানার পুলিশ আজ সকালে মৃতদেহটি উদ্ধার করে মর্গে পাঠায় এবং মৃতের পরিবার মৃত্যুর খবর জানানো হয়। খবর পেয়ে মৃতের পরিবারের লোকজন হাসপাতলে আসে মৃতের ছেলে পীযূষ ঘোষ বলেন হাসপাতালে কর্মরত কতজন কর্মী নজর এড়িয়ে কিভাবে একটি রোগী আত্মহত্যা করল ভাবতেই অবাক লাগছে তাহলে রোগীরা কতটা প্রভাব আছে সেটা বোঝাই যাচ্ছে। বেশ কিছুদিন ধরেই ঘাটাল হাসপাতালে করোনা পেশেন্টদের সাথে দুর্ব্যবহার করছে এমন করা হচ্ছে এমনটাই অভিযোগ উঠে আসছিল এ দিন এই ঘটনা থেকে কার্যত তার স্পষ্ট হয়ে গেল। পশ্চিম মেদিনীপুর জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৌম্য শংকর সারেঙ্গী বলেন প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে তবে এইভাবে হাসপাতালে মধ্যেই ঘটনাটি কিভাবে ঘটলো তা নিয়ে তদন্ত শুরুকরা হয়েছে। প্রথম সূত্রের খবর দুই সপ্তাহ আগে চন্দ্রকোনার পালমপুরের বাসিন্দা কোভিদ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও গত 5 ই জুন তাকে ছুটি দেওয়া হলেও পরিবারের পক্ষ থেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য কেউই আসছিল না। এমনকি হাসপাতালের তরফে পরিবারের সাথে যোগাযোগ করা হলেও কোনো রকম সাড়া মেলেনি।যার কারণে মৃত ব্যক্তির মানসিক অবসাদে ভুগছিলেন।সম্ভবত সেই কারণেই এই আত্মহত্যা হতে পারে।

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments