Wednesday, October 16, 2024
- Advertisment -spot_img

BREKING: সাঁকরাইলে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

স্টাফ রিপোর্টার, ঝাড়গ্রাম:- যশের তান্ডব লীলা সবে শেষ হয়েছে। ঝাড়খণ্ডের গালুডি ড্যাম থেকে হঠাৎ ছাড়া জলের প্রভাবে ফুলে-ফেঁপে উঠেছে সুবর্ণরেখা ও ডুলুং নদী। এরই মাঝে অজ্ঞাত পরিচয় ব্যক্তির শবদেহ নদীতে ভাসতে দেখে চাঞ্চল্য ছড়ায় সাঁকরাইল ব্লকের বনপুরা এলাকায়।
ভরা নদীতে স্নান করতে গিয়ে বেসামাল হয়ে প্রাণ হারান ওই উন্মত্ত ব্যক্তি। স্থানীয় সূত্রে খবর, গতকাল নদী পার্শ্ববর্তী এলাকার মানুষজন একজন উন্মত্ত পাগল ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখেন এলাকার বাসিন্দারা। ওই ব্যক্তির নদীতে স্নান করতে গেলে তাকে বাধা দেন সাধারণ মানুষ। সমস্ত বাধা অতিক্রম করে ভরা নদীতে স্নান করতে গিয়ে গতকালই নিখোঁজ হয়েছিলেন ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি। অনেকক্ষণ খোঁজ করার পরও কোনো খোঁজ না মেলায় স্থানীয় মানুষ চেষ্টা ছেড়ে দেন। অবশেষে শনিবার ওই ব্যক্তির মৃতদেহ মাঝ নদীতে ভাসতে দেখে স্তম্ভিত হয়ে যান গ্রামের সকল বাসিন্দা। এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় সাঁকরাইল থানায়। পুলিশ এসে মৃতদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে। অজ্ঞাত পরিচয় ওই মৃত ব্যক্তির বাড়ি কোথায় তা জানার চেষ্টা করছে সাঁকরাইল থানার পুলিশ। এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments