Friday, May 17, 2024
- Advertisment -spot_img

তৃণমলের উদ্যোগে বিনামূল্যের সবজি বাজার থেকে ঝাড়গ্রামে দেওয়া হচ্ছে মাছ,মাংস ও ডিম

স্টাফ রিপোর্টার, ঝাড়গ্রাম: করোনা পরিস্থিতির জন্য রাজ্য সরকার বিভিন্ন বিধিনিষেধ জারি করেছে। যার ফলে দিন আনা দিন খাওয়া মানুষেরা কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। তাই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য ঝাড়গ্রাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিনামূল্যে সবজি বাজারের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সবজি বাজার পঞ্চম দিনে পড়ল ।সবজি বাজারে প্রতিদিন প্রায় ৩০০ জন দরিদ্র মানুষের হাতে বিনামূল্যে সবজি তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি দরিদ্র মানুষদের হাতে কোনোদিন মাছ, কোনদিন মাংস ও কোনদিন ডিম তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ঝাড়গ্রাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবিত্রী সিনেমা হল প্রাঙ্গণে সবজি বাজার শুরু হয়েছে ।স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা জিতেন কুমার মল্লিক বলেন প্রতিদিন আলু, পিয়াজ, পটল, বেগুন, টমেটো, ঢ্যাঁড়স, কুমড়ো ,পুঁইশাক সহ বিভিন্ন সবজি দরিদ্র মানুষদের হাতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তুলে দিচ্ছেন। আরো বেশ কিছুদিন এই বিনামূল্যের সবজি বাজার চলবে বলে তিনি জানান। তিনি বলেন রাজনীতিকে দূরে সরিয়ে রেখে সমস্ত গরিব মানুষদের হাতে সবজি তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের এই উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা। সেই সঙ্গে তিনি বলেন দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করার নির্দেশ দিয়েছেন। তাই তৃণমূল কংগ্রেসের কর্মীরা দল নেত্রীর নির্দেশ মেনে অসহায় মানুষদের পাশে সবজি তুলে দেওয়ার ব্যবস্থা করেছে।সবজির পাশাপাশি বিনামূল্যে মাছ, মাংস, ডিম পাওয়ায় খুশি ওই এলাকার দরিদ্র পরিবারগুলির বাসিন্দারা।

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments