Friday, March 29, 2024
- Advertisment -spot_img

সবুজ ঝড় উত্তর দিনাজপুরে, তিন পুরসভায় জয় ঘাসফুলের

জঙ্গলমহল বার্তা ওয়েব ডেক্স: উত্তর দিনাজপুর জেলায় তিন পুরো সভায় ফুটলো ঘাস ফুল। রেকর্ড জয় পেল তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়া লাল আগরওয়াল তিনি ৭ নং ওয়ার্ডে তার নিকট তম প্রার্থী কে ১৩৭৩ ভোটে হারিয়েছেন। তবে তার স্ত্রী শকুন্তলা আগর ওয়াল ১০ নং ওয়ার্ডে সিপিএম, প্রার্থী ফিরোজ আলম এর কাছে মাত্র ৩৩ ভোটে হেরে যায়। সবুজ ঝড়

সবুজ ঝড় উত্তর দিনাজপুরে, তিন পুরসভায় জয় ঘাসফুলের

READ MORE : নয়াগ্ৰামে ফের আবগারি দফতরএর হানা, উদ্ধার বিপুল পরিমাণে চোলাই মদ ও মদ তৈরির উপকরণ

READ MORE : পাঁচকাহানিয়া হাইস্কুলে আয়োজিত দুয়ারে সরকার ক্যাম্পে গোপীবল্লভপুর হাসপাতালের উদ্যোগে চলছে স্বাস্থ্য সচেতনতা শিবির

অন্যদিকে ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরীর ছেলে ইমদাদ চৌধুরী নির্দল প্রার্থীর কাছে হেরে যায়। তৃণমূল কংগ্রেস উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানান, মানুষ উন্নয়নের পাশেই আছে পাশেই আছে দিদির সাথেই আছে। তাই জেলার তিনটি পুরসভাতেই ঘাস ফুলের জয় হয়েছে। ইসলামপুর পৌরসভায় ১৭ টি আসনের মধ্যে, তৃণমূল কংগ্রেস ১১, নির্দল ৩, বিজেপি ২ ও সিপিএম, একটিতে জয়ী হয়েছেন।

বাঁকুড়ায় সবুজের ঝড়, তিনটি পৌরসভাতেই জয়ী তৃণমূল

বাঁকুড়া: বুধবার পৌরসভার ফলাফল বের হতেই তৃণমূলী ঝড়ে উড়ে গেল বাঁকুড়ার ৩ পৌরসভার বিরোধীরা। বাঁকুড়া পুরসভা একেবারে বিরোধী শূন্য। বিষ্ণুপুরপুরে ১৯ ওয়ার্ডের মধ্যে ২ টি বিজেপি ও ১টি কংগ্রেস মুখ রক্ষা করলেও সোনামুখীতে এই দুই দল খাতা খুলতেই পারেনি। তবে এখানে সিপিআইএম ২ টি ওয়ার্ডে জয় পেয়েছে। কার্যত বাঁকুড়া বিরোধী শূন্যই। যদিও নির্দলরা এখানে ৩ আসন পেয়েছে। কিন্তু তারা তৃণমূলেরই বিক্ষুব্ধ। গত ২৭শে ফেব্রুয়ারি রবিবার রাজ্যের ১০৮ টি পুরসভায় ২০২২ এর পুর নির্বাচন সম্পন্ন হয়। সেই মতো বাঁকুড়া জেলার তিন পুরসভা সোনামুখী, বিষ্ণুপুর, এবং বাঁকুড়ায় ভোট দান প্রক্রিয়া সম্পন হয়। জেলার তিন পুরসভার মোট ৫৮ টি ওয়ার্ডে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়। ২ রা মার্চ বুধবার ছিল পুরভোটের ফলাফলের দিন। আর CONTINUE READING 

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments