Wednesday, October 16, 2024
- Advertisment -spot_img

হেলমেট বিহীন বাইক আরোহীদের দৌরাত্ম্য কমাতে ঝাড়্গ্রামে সেফ ড্রাইভ সেফ লাইভ কর্মসূচি জেলা পুলিশের

অরূপ ঘোষ, ঝাড়গ্ৰাম: জেলায় বাড়ছে পথ দুর্ঘটনা! সচেতনতা বাড়াতে রাস্তায় পুলিশ! মাস কয়েক ধরে ঝাড়গ্রাম জেলা জুড়ে পথ দুর্ঘটনা প্রায়শই বেড়ে চলেছে। তাই দুর্ঘটনা এড়াতে এবার রাস্তায় নেমে সচেতনতা বৃদ্ধি করল ঝাড়গ্রাম জেলা পুলিশ! শুক্রবার দুপুরে ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে শহরের কদমকানন সহ বিভিন্ন এলাকায় এলাকায় সেভ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিনের সেভ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচিতে জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। রাস্তায় বাইক আরোহীদের দাঁড় করিয়ে পুলিশ ট্রাফিক আইন মেনে বাইক চালানোর নির্দেশ দেন। পাশাপাশি হেলমেট বিহীন বাইক আরোহীদের দৌরাত্ম কমানোর জন্য বার্তাও দেওয়া হয়। বাইক আরোহীদের হেলমেট পরে বাইক চালানোর আবেদন করে পুলিশ। এদিনের এই ‘সেভ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পুলিশের এডিশনাল এসপি সৈয়দ মামদাদুল হাসান (হেডকোয়ার্টার), ঝাড়গ্রামের এসডিপিও, ঝাড়গ্রামের ট্রাফিক ওসি রাজু আলী সহ অন্যান্য জেলা পুলিশের আধিকারিকরা।

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments