স্টাফ রিপোর্টার, ঝাড়গ্রাম: মানব জীবনে পরিবেশের ভূমিকা কতখানি, তা করোনা মহামারীর পর উপলব্ধি করতে পেরেছে সকলে। পরিবেশের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে সকলকে সচেতন করতে প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। ২০২০ সালে বিশ্ব পরিবেশ দিবসের থিম ছিল, ‘জীববৈচিত্র্য’। এবং ২০২১ সালে বিশ্ব পরিবেশ দিবসের থিম ‘বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার করা’ (Ecosystem Restoration)। পরিবেশ দিবসের থিম কে বাস্তব রূপ প্রদান করতে উদ্যোগ নেয় ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম এর স্বেচ্ছাসেবী সংস্থা ‘স্মাইল কেয়ার ফাউন্ডেশন’। গাছ লাগান, প্রাণ বাঁচান- এই স্লোগানকে পাথেয় করে ৫ জুন, শনিবার বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে সংস্থাটি। ঝাড়গ্ৰাম জেলার নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম থেকে রামেশ্বর গামি রাস্তার দুই সাইডে গাছ লাগানো হয়েছে সংস্থাটির উদ্যোগে। বৃক্ষরোপণ-এর পাশাপাশি আচার্য জগদীশচন্দ্র বসুর দেখানো পথে হেঁটে এলাকার সাধারণ মানুষকে তারা ‘গাছেদেরও প্রাণ আছে, ওরাও কষ্ট পায়’- এই বার্তা প্রদান করেন সংস্থার সদস্যরা। গাছেদের গায় গজল কিংবা কাটা দিয়ে ব্যানার কিংবা পোস্টার না লাগানোর অনুরোধ জানান তারা। এছাড়াও, এই বৃক্ষরোপন কর্মসূচীতে সাধারণ মানুষের পাণিপ্রার্থী হয়েছেন তারা। ‘স্মাইল কেয়ার ফাউন্ডেশন’-এর সদস্যদের মতে, মানুষ যদি এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেন, তাহলে আগামী প্রজন্ম একটি সুন্দর পৃথিবী উপহার পাবে।