নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম : স্বাধীনতা দিবসের আগে সব ধরনের নাশকতা রুখতে ইতিমধ্যে তৎপরতা শুরু করেছে ঝাড়্গ্রাম জেলা পুলিশ প্রশাসন। জঙ্গলহলের ঝাড়্গ্রাম জেলায় নতুন করে যাতে কোনও নাশকতা করতে না পারে তার জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে জেলা পুলিশ।কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে ইতিমধ্যেই জেলার বিভিন্ন সীমান এলাকা গুলিতে লাগাতর তল্লাশি করেছে।গত প্রায় এক বছর ধরে বিশেষ করে বিধানসভা নির্বাচনের আগে থেকে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় মাওবাদী নামঙ্কিত পোস্টার বিভিন্ন সময়ে উদ্ধার করছে পুলিশ।কোথায় রাস্তা তৈরি বন্ধ করার হুমকি দিয়ে তো কখনো শাসকদের নেতাদের বিরুদ্ধে লালকালিতে লেখা পোস্টার উদ্ধার করেছে পুলিশ।
স্বাধীনতা দিবসের আগে ঝাড়গ্রাম জেলা জুড়ে কড়া নজরদারি পুলিশের
READ MORE : ঝাড়গ্রামে এক জনকে অনুব্রত মণ্ডল সাজিয়ে কোমরের দড়ি দিয়ে ঘোরালো সিপিএম।
READ MORE : বিশ্ব আদিবাসী দিবসে রগড়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বিরসা মুন্ডার মূর্তির উন্মোচন
গত বছর স্বাধীনতা দিবসের আগে কালা দিবস পালনের ডাক দিয়ে বেলপাহাড়ির বাঁশপাহাড়ি এলাকায় প্রচুর পোস্টার উদ্ধার পড়েছিল।এছাড়াও জমবনি থানা এলাকার বেশ কয়েকটি এলাকাতেও পোস্টার পড়েছিল।পুলিশে একটি গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে পার্শ্ববর্তী ঝাড়খন্ড রাজ্যের সীমানা এলাকা দিয়ে মাওবাদীদের একটা সক্রিয়তা মাঝে মাধ্যে দেখা গিয়েছে।ঝাড়খন্ড রাজ্য থেকে মাওবাদীদের একটা দলের গতিবিধি রয়েছে বলে স্থানীয় বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে।যদিও জেলা পুলিশের একাংশের মতে জঙ্গলমহলে যে সব মাওবাদী নামঙ্কিত পোস্টার গুলি পড়েছে তা ভুয়ো।অধিকাংশ ক্ষেত্রেই তা ব্যক্তিগত স্বার্থ জড়িত বলে মনে করছে পুলিশ।তবে স্বাধীনতা দিবসে মাওবাদীরা কালা দিবস পালনের ডাক দিয়ে থাকে।
ঝাড়গ্রাম জেলা জুড়ে কড়া নজরদারি পুলিশের
স্বাধীনতা দিবসের আগে বা পরে জঙ্গলমহলে যাতে কোন ধরেনের নাশকতা না ঘটে তার জন্য তৎপরতা নিয়েছে পুলিশ।অন্যদিকে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানা গিয়েছে বেলপাহাড়ি,জামবানি ব্লকের ঝাড়খন্ড সমীনা গুলির কাছে এই রাজ্যে বিভিন্ন গ্রাম,রাস্তা এবং জঙ্গল গুলিতে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু হয়েছে।কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে জানা গিয়েছে তাদের কাছে খবর রয়েছে ঝাড়খন্ডে মাওবাদীদের তৎপরতা রয়েছে।আর তাই ঝাড়খন্ড রাজ্য সীমানা লাগোয় ঝাড়গ্রাম জেলার বিভিন্ন গ্রাম এবং জঙ্গল গুলিতে অপারেশ চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও ঝাড়্গ্রাম রেল স্টেশনে রেল লাইন পরিক্ষা নিরিক্ষা করে তল্লাশি অভিযান চালাচ্ছেন রেল পুলিশ।