Monday, December 2, 2024
- Advertisment -spot_img

সুরা প্রেমীদের জন্য সুখবর, এক ধাক্কায় অনেকটাই কমেছে বিলতি মদের দাম

প্রতিবেদন ডেস্ক , কলকাতা; উৎসবের মরশুম শেষ হতে না হতেই সুরা প্রেমী দের জন্য সু খবর।এক ধাক্কায় প্রায় ২৫ শতাংশ দাম কমছে ভারতের তৈরি মদ ও বিয়ারের। রাজ্য সরকারের আবগারি শুল্ক কমানোর জন্যই এই দাম কমছে বলে জানা গিয়েছে। আগামী ১৬ ই নভেম্বর নতুন দাম কার্যকরী হবে। করোনা পরিস্থিতি কারণে রাজ্যের রাজস্ব সংগ্ৰহ কমে যাওয়াতে গত বছর সরকার প্রথম থেকেই ৩০ শতাংশ কর বিক্রয় কর বসিয়েছিলেন। ফলে এক ধাক্কায় অনেকটাই বেড়েছিল মদের দাম। কিন্তু পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই এবার আবগারি শুল্ক কমানোর সিদ্ধান্ত নিল সরকার। আগামী মঙ্গলবার ,১৬ ই নভেম্বর থেকে রাজ্যে দাম কমছে বিলতি মদের

আরও খবর: বেশ কিছুটা কমল দৈনিক করোনা সংক্রমণ

সুরা প্রেমীদের জন্য সুখবর, এক ধাক্কায় অনেকটাই কমেছে বিলতি মদের দাম

এখন কার তুলনায় বেশ কিছুটা দাম কমছে বিয়ারও। এতে সরকার রাজস্বের খুব একটা ক্ষতি হবে না বলে মনে করা হচ্ছে। বলা হচ্ছে দাম কমার ফলে বিলতি মদ ও বিয়ার বিক্রির পরিমাণ বেশ বাড়বে। সেখান থেকেই অতিরিক্ত রাজস্ব আদায় হবে। এদিকে, দিন কয়েক আগেই সরকারের অর্থ দফতর এই সিদ্ধান্ত নিলেও ১৬ তারিখের আগে নতুন দাম চালু হচ্ছে না। জানানো হয়েছে , পুরানো দামের স্টক শেষ হওয়া না পর্যন্ত নতুন দামের স্টক তুলবে না দোকান গুলি

রাজ্য সরকার খেলাধুলার উন্নয়নে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে বলে নয়াগ্রামে বলেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তেওয়ারী

‘বড্ড বকে’ ইসলামপুর জেলার দাবি জানাতে গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে জোর ধমক খেলেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী

শিলিগুড়িতে কিক বক্সিং প্রতিযোগিতায় ঝাড়গ্রামের ১৪ জন প্রতিযোগি ১৮ টি পদক লাভ করলো

পরের খবর – বেশ কিছুটা কমল দৈনিক করোনা সংক্রমণ

জঙ্গলমহল বার্তা নিউজ ডেস্ক, দিল্লি: দেশজুড়ে করোনা নিয়ে স্বস্তির হাওয়া। গতকাল তুলনায় বেশ কিছুটা কমল করোনা সংক্রমণ। তবে বেড়েছে দৈনিক মৃত্যুর ঘটনা। পাশাপাশি আগের দিন তুলনায় গত ২৪ ঘন্টায় টিকা করণ কর্ম সূচি ও অনেকটাই বেড়েছে। কেন্দ্রীয় স্বাথ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী ,গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা আরও ও ১০ হাজার ১৩২ জন। যা গত ২৬৬ দিনে সর্ব নিম্ন। এই একই দিনে দেশে সুস্থ হয়েছেন ১১ হাজার ৯৮২। Continue Reading

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments