Thursday, January 16, 2025
- Advertisment -spot_img

সাঁকরাইলে এবার ভ্রাম্যমাণ কোভিড টেষ্ট ভ্যানের পরিষেবা

স্টাফ রিপোর্টার, ঝাড়গ্রাম: ঝাড়গ্ৰাম জেলায় প্রথম করোনা আক্রান্ত হয়েছিলো সাঁকরাইল ব্লক। এখানেই একসময় রোগীর সংখ্যা ছিলো সবচেয়ে বেশী। তাই এখানেই জেলার প্রথম ভ্রাম্যমান কোভিড টেষ্ট ভ্যান তেরীর পরিকল্পনা নেওয়া হয়েছে। এখনো সাঁকরাইল ব্লকে কেস অনেকটাই বেশী। কিন্তু টেষ্ট করতে হাসপাতালে আসছেন না অনেকেই। তাই এবার তাদের দুয়ারে পৌঁছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রোগী কল্যান সমিতি। বুধবার সাঁকরাইলের ভাঙাগড় হাসপাতালে ভিজিটে গিয়ে এই সিদ্ধান্তের কথা কমিটি কে জানান গোপীবল্লভপুরের বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাত। করোনা সময়ে সরকারের নির্দেশ সঠিক ভাবে হাসপাতাল গুলো পালন করছে কিনা? অথবা মানুষের স্বাস্থ্য ব্যাবস্থা নিয়ে কোনো অভিযোগ আছে কিনা জানতে পর পর তার
বিধানসভা এলাকায় হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে যাচ্ছেন তিনি। নিজে দীর্ঘ দিন বিএমওএইচ থাকার দরুন যেখানে যা খামতি চোখে পড়ছে সেই অনুযায়ী পরামর্শ দিচ্ছেন। তার বক্তব্য কোনোমূল্যে চিকিৎসা পরিষেবায় ফাঁক থাকা চলবে না। মূখ্যমন্ত্রী যা নির্দেশ দিয়েছেন সে অনুযায়ী প্রতিটা মানুষের কোভিড টিকা থেকে শুরু করে স্ব্যস্থ্য ব্যাবস্থা সমস্ত টাই নিশ্চিত করতে হবে। সেই অনুযায়ী বুধবার ভাঙাগড় হাসপাতালে রোগীকল্যান সমিতির সাথে মিটিং করে হাসপাতালের খামতি গুলো অবিলম্বে পুরনের নির্দেশ দেন। সিদ্ধান্তঃ বাড়িতে পৌছে কোভিড টেষ্ট করার। ডাক্তার বিধায়কের হাঠাৎ করে এই ভিজিট, এবং গোট হাসপাতাল ঘুরে দেখায় খুশি রোগীর পরিবারের লোকজন। এতে পরিষেবা আরো ভালো হবে বলে মনে করছেন তারা।

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments