Sunday, September 8, 2024
- Advertisment -spot_img

সম্বলহীন মানুষদের সুচিকিৎসা দিল আই এম এ

স্টাফ রিপোর্টার, পূর্ব মেদিনীপুর: করোনা পরিস্থিতিতে বিদ্ধস্ত মানুষ; গোদের উপর বিষফোড়ার মত যশ আছড়ে পরে জনজীবনে। যশ পরবর্তী বিপর্যস্ত এলাকায় অবলম্বনহীন মানুষদের চিকিৎসা পরিষেবা প্রদান করতে অগ্রসর হলো ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। জানা যাচ্ছে, এই অ্যাসোসিয়েশনের এগ্রা ও কাঁথি শাখার চিকিৎসকেরা এই নিজেদের তৎপরতায় এই উদ্যোগ নিয়েছেন। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ২ ব্লকের কালিন্দী গ্রাম পঞ্চায়েতের দঃ পুরুষোত্তমপুর (শৌলা) – এলাকায় বুধবার, ২ জুন চারজন চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা সম্বলহীন মানুষদের চিকিৎসা পরিষেবা প্রদান করেন। পাশাপাশি বিভিন্ন রোগে আক্রান্ত মানুষদের ঔষধ প্রদান করা হয়। এরপর ওই এলাকার মানুষদের করোনা সচেতনতায় পাশাপাশি বিশুদ্ধ পানীয় জল সরবরাহের বার্তা দেন চিকিৎসকেরা। এই মহৎ উদ্যোগে সামিল হয়েছিলেন ডঃ বাদল অশ্রু ঘাটা, ডঃ এন কে প্রধান, ডঃ স্বরুপজিত ঘাটা, ডঃ দাস সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা।

যশের তাণ্ডবের ফলে সমুদ্র পার্শ্ববর্তী এলাকাগুলিতে নোনা ও মিষ্টি জলের মিশেল তৈরি হয়েছে। ফলে ওই সমস্ত এলাকার মানুষদের মধ্যে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটেছে। করোনা পরিস্থিতি, লকডাউন অবস্থায় সেই সমস্ত মানুষ সঠিক রূপে রোগ নির্ণয় ও চিকিৎসা করাতে পারছেন না। সঠিক রূপে চিকিৎসা পরিষেবাও পাচ্ছেন না। তাই তাদের জন্যও সুচিকিৎসার ব্যবস্থা করেছেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের চিকিৎসকেরা। এই অ্যাসোসিয়েশনের এগ্রা কাঁথি শাখার তরফ থেকে বিনামূল্যে স্বাস্থ্য শিবির এর আয়োজন করা হয় বলে জানা যাচ্ছে। অপরদিকে স্থানীয় এক বাসিন্দা বলেন, ঝড়ের পর আমরা প্রথমেই শুশ্রূষা পেলাম, এই এলাকার মানুষ ইতিমধ্যে বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন। তারা সঠিক চিকিৎসা ও পরিষেবা পাচ্ছিলেন না কিছুতেই। তবে অ্যাসোসিয়েশনের উদ্যোগে সুচিকিৎসা পেয়ে তারা অত্যন্ত খুশি।

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments