Sunday, September 8, 2024
- Advertisment -spot_img

সবংয়ে বোমা উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা

  • পশ্চিম মেদিনীপুর:- বোমা উদ্ধারকে কেন্দ্র করে রাজনৈতীক সংঘর্ষ বাঁধলো গেরুয়া ও ঘাসফুল শিবিরে। পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত বিষ্ণুপুর অঞ্চলের সবং থানার ১৩ নং জগন্নাথপুর গ্রামে বুধবার সকালে ডাব্বা ভর্তি বোম উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতীক কাদা ছোড়াছুড়ি লক্ষ্য করা যায়। স্থানীয় বাসিন্দাদের থেকে জানা গেছে, বুধবার সকালে এলাকার সাধারণ মানুষ একটি বাঁশের ঝোপের মধ্যে বোম ভর্তি ডাব্বা দেখতে পায়। ঝড়ের গতিতে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। এলাকার মানুষ স্থানীয় থানায় ঘটনাটির খবর দেয়। পুলিশ এসে গোটা চত্বর ঘিরে দেয় ও বোম স্কোয়াডে খবর দেওয়া হয়। প্রশাসন সূত্রে খবর, স্কোয়াড এলেই সেগুলিকে ডিফিউজ করা হবে। এবিষয়ে তৃণমূল অঞ্চল সভাপতি গণেশ জানা ভোটের ফলাফল প্রসঙ্গ টেনে এনে অভিযোগ করেন, বিষ্ণুপুর অঞ্চলের এই বুথে বিজেপি সংখ্যা গরিষ্ঠতা পেলেও যেহেতু বিধানসভায় তৃণমূল জিতেছে তাই বিজেপির দুষ্কৃতীরা প্রতিনিয়ত অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। যার ফলাফল আজকের এই মারাত্মক ঘটনা। আবার উল্টো দিকে সমস্ত অভিযোগ নস্যাৎ করে বিজেপি নেতা অজিত মন্ডল পাল্টা আক্রমণ করে বলেন, তৃণমূল জেতার পর থেকে এই এলাকার মানুষ অশান্তিতে ভুগছেন। প্রতিমুহূর্তে আতঙ্ক সৃষ্টির জন্য তৃণমূল বোমাবাজি করতেও পিছপা হচ্ছে না। শুধুমাত্র বিজেপির কর্মী-সমর্থকদের ফাঁসানোর জন্যই এই ধরনের ষড়যন্ত্রের জাল বুনে চলেছে তৃণমূল কর্মীরা।
RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments