ঝাড়গ্রাম: গোপীবল্লভপুরে বাড়ছে রক্তের হিমোগ্লোবিন বিকার গঠিত রোগ সিকল সেল অ্যানিমিয়া।তাই এলাকায় এই সিকল সেল অ্যানিমিয়া রোগ সনাক্তকরণ কর্মসূচি শুরু করল গোপীবল্লভপুর এক নম্বর ব্লক স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে ব্লকের বিভিন্ন স্কুলে স্কুলে চলছে সচেতনতা শিবির ও সনাক্তকরণ কর্মসূচি। জানা গিয়েছে ইতিমধ্যে গোপীবল্লভপুরে দুজন এই বিশেষ রোগের রোগীর হদিস পাওয়া গেছে। তাই আগামী দিনে রোগের প্রাদুর্ভাব আটকাতে এমনই পদক্ষেপ শুরু করেছে স্বাস্থ্য দফতর।