স্টাফ রিপোর্টার, ঝাড়গ্রাম: ইয়াসের তাণ্ডবে গোটা রাজ্যের ক্ষয় ক্ষতি হলেও রাজ্যে নোবেল কোরোনা নামক ভাইরাসের আতঙ্ক কিন্তু এখনো কাটেনি। সে ক্ষেত্রে গোপীবল্লভপুর এলাকার বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতোর উপস্থিতিতে গ্রামের মানুষদের কাছে করোনা সচেতনতা বার্তা দেওয়া হয় সাথে সেদিন তিনি মাস্ক এবং স্যানিটাইজার বিলিও করেন ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের পাথরা অঞ্চলে।তাছাড়াও এদিন উপস্থিত ছিলেন সাঁকরাইলের ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কমল রাউত। বিপর্যয়ের আড়ালে যাতে কোনভাবেই কোভিড মাথাচাড়া দিয়ে না ওঠে সেক্ষেত্রে তিনি এই উদ্যোগ নেন। চারিদিকে মৃত্যু-মিছিল এর মধ্যে কোভিড সংক্রান্ত ভুল তথ্য যাতে সাধারণ মানুষের মধ্যে না ছড়িয়ে পড়ে তাই তিনি আবেদন করেন এদিন এবং তিনি মানুষের পাশে থাকার জন্য আশ্বাস দিয়ে জানান কোভিডকে রুখতে কেবল প্রয়োজন কিছু সতর্কতা অবলম্বন করা। তাই তিনি মাস্ক পড়ার কথা বারংবার জানান এবং যথাসম্ভব হাত ধুয়ে নিজের আহার গ্রহণ করারও নির্দেশ দেন।